ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এই বয়সে অবসরের কথা ভাবেন অনেকেই। ফুরিয়ে আসে সেরা সময়। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো যেন নিজেকেই ছাড়িয়ে যেতে লড়ে যাচ্ছেন। বয়স পঁয়ত্রিশের কোঠায় থাকলেও অপ্রতিরোধ্য জুভন্টোসের এই পর্তুগিজ ফুটবলার। ভাঙছেন একের পর এক রেকর্ড! এইতো বুধবার রাতে এমনই এক অনন্য রেকর্ড গড়লেন সি-আর সেভেন।
এই সাফল্যে পেশাদার ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছুঁয়েছিলেন আগেই। এবার রেকর্ড গড়ে ফেললেন তিনি।
বুধবার মাপেই স্টেডিয়ামে ইতালিয়ান সুপার কাপে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেছে জুভেন্টাস। দলের প্রথম গোলটি করে রেকর্ডটির মালিক হয়ে যান রোনালদো। ক্যারিয়ারে তার মোট গোল দাঁড়াল ৭৬০টি। তার পথ ধরে ইয়োসেপ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড পেছনে ফেললেন এই পর্তুগিজ মহাতারকা।
চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার বিকান খেলেছেন ১৯৩০ ও ৪০’ এর দশকে। তখন ডেইলি মেইলসহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে তার গোল দেওয়া আছে ৭৫৯টি। এবার তাকে পেছনে ফেলতে রোনালদোর খেলতে হলো ১০৪২ ম্যাচ।
২০০২ সালে নিজ দেশের ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে যাত্রা। এরপর ক্লাব ফুটবলে করেন ৬৫৮ গোল। জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচে ১০২ গোল। ১৮ বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে ৪২টি করে গোল করলেন এই মহাতারকা।
এরমধ্যে ৪৫০ গোল এসেছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। যেখানে নয় বছর খেলে তিনি জিতেছেন দুটো লিগ আর চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি। বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে করেন ৮৫ গোল!
রোনালদো যে কোথায় থামবেন সেটি আসলে কেউ জানে না!
Discussion about this post