বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শনিবার (১৮ অক্টোবর)। তবে মাঠের আগে সিরিজের সূচনা হলো রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায়, ব্যতিক্রমধর্মী ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে।
শুক্রবার সকালে কেল্লার ভেতরে অবস্থিত পরী বিবির মাজারের সামনে এক জমকালো আয়োজনে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাই হোপ। সূর্যের আলোয় ঝকঝক করছিল সোনালি ট্রফি, ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ছিল দুই অধিনায়কের হাসিমাখা মুখ।
এই আয়োজনটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে। মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা এবং সংস্কৃতিকে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে উপস্থাপন করা।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মিরাজের জন্য এটি ছিল লালবাগ কেল্লায় প্রথম সফর। তিনি জানিয়েছেন, ঐতিহাসিক স্থাপনাটির সৌন্দর্যে তিনি মুগ্ধ। ম্যাচ জার্সি পরেই সকাল সকাল তিনি কেল্লায় পৌঁছান, কারণ সকাল ১০টায় ছিল দলের অনুশীলন। ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে তিনি দ্রুত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে যান অনুশীলনে। ক্যারিবিয়ান অধিনায়ক হোপ ফেরেন হোটেলে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে—১৮, ২১ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
ক্রিকেটের মতো একটি আন্তর্জাতিক ইভেন্টকে দেশের ঐতিহাসিক স্থানের সঙ্গে যুক্ত করে বিসিবি ও ট্যুরিজম বোর্ড যে উদ্যোগ নিয়েছে, সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।
Discussion about this post