ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বুড়ে আঙুল ভেঙেছিল রবীন্দ্র জাদেজার। যে কারণে সেখানেই করা হয় অস্ত্রোপচার। তার সেরে ওঠার অপেক্ষায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের দলে তাকে রাখেননি ভারতের নির্বাচকরা। আজ বৃহস্পতিবার ভারতীয় বোর্ড বিসিসিআই সূত্রে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানালো, বাকি দুই ম্যাচ অর্থাৎ পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জাদেজা।
চেন্নাইয়ে আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৩ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ দুই ম্যাচ ২৪ ফেব্রুয়ারি ও ৪ মার্চ হবে আহমেদাবাদে। এই সময়ের মধ্যে সুস্থ হলে ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজের দলে দেখা যেতে পারে জাদেজাকে। তবে সীমিত ওভারের ফরম্যাটের দলে তার জায়গা হবে কি না, জানানো হবে পর্যবেক্ষণের পর।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। পুরোপুরি সেরে উঠতে ছয় সপ্তাহর বেশি সময় লাগবে তার। সীমিত ওভারের ফরম্যাটের দলে তাকে অন্তর্ভুক্ত করা হবে কি না, সেটা পর্যবেক্ষণ করে পরে জানানো হবে।’
এদিকে অস্ট্রেলিয়া জয়ী ভারতীয় দলের সঙ্গে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন জাদেজা। পুনর্বাসনের জন্য তাকে পাঠানো হবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। ভারতীয় বোর্ড এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি।
Discussion about this post