আরেকটু হলে ম্যাচটা বুঝি হেরেই যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবারের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘চোকার্স’ অপবাদটা ভাল করেই আড়াল করে দিচ্ছে প্রোটিয়ারা। শনিবার ফের তীরে এসে ঠিক মতো তরী দাড় করাল তারা।
সুপার টেনের ম্যাচে ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তারা উঠে গেছে সেমিফাইনালে। উল্টোদিকে
ইংল্যান্ডের শেষ চারে খেলার স্বপ্ন ভেঙ্গে গেল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ৩৭ বলে করেন ৫৬। এবি ডি ভিলিয়ার্স ২৮ বলে খেলেন অপরাজিত ৬৯ রানের ঝড়ো ইনিংস।
জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ইংল্যান্ড। হালস করেন ৩৮।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১৯৬/৫, ২০ ওভার (আমলা ৫৬, কক ২৯, ভিলিয়ার্স ৬৯*, মিলার ১৯; ট্রেডওয়েল ১/২৫)।
ইংল্যান্ড : ১৯৩/৭, ২০ ওভার (হালস ৩৮, লাম্ব ১৮, মরগান ১৪, বাটলার ৩৪, বোপারা ৩১, জরডান ১৬, ব্রেসনান ১৭*; পারনেল ৩/৩১)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৩ রানে জয়ী।
ম্যাচসেরা : এবি ডি ভিলিয়ার্স।
Discussion about this post