ইংল্যান্ডের বাংলাদেশ সফরই পাল্টে দিয়েছিল গোটা চিত্র। এরপরই বাংলাদেশে আসার ব্যাপারে নড়েচড়ে বসে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। সফর শেষে মুগ্ধতার কথাও শুনিয়েছিলেন ইংলিশ কর্তারা। অস্ট্রেলিয়াও ঠিক একই নিরাপত্তা চাইছে। আসন্ন বাংলাদেশ সফরেও ঠিক তেমন নিরাপত্তা চাইছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা উপদেষ্টা শন ক্যারল।
সোমবার দিবাগত রাতে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠক করেন ক্যারল। তারপরই অজি নিরাপত্তা উপদেষ্টা বললেন, ‘গত বছর ইংল্যান্ডকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেটা ছিল সন্তোষজনক। একই নিরাপত্তা চাই আমরাও। এ ব্যাপারে সিরিজ চলাকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি পূর্ণ রূটিন নিরাপত্তা পরিকল্পনা দেবে।’
গত বছরের জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার কারণে ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চিত হয়ে যায়। পরে নিরাপত্তা ব্যবস্থা সন্তুষ্ট হয়ে সফরে আসে তারা।
অস্ট্রেলিয়া এই সিরিজটি খেলতে ২০১৫ সালে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে ঐ সময়ে এ সফরটি তারা স্থগিত করে। পরের বছর একই কারণে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল পাঠাইনি অস্ট্রেলিয়া। তবে গত বছর ইংল্যান্ডের বাংলাদেশ সফর সফলভাবে শেষ হওয়ার নিরাপত্তা ঝুঁকিতে আস্থা ফিরেছে অজিদের।
ইংল্যান্ড সফরের সময়ই ক্যারল বাংলাদেশে এসে নিরাপত্তা ব্যবস্থা করে গিয়েছিলেন ক্যারল। ঢাকা টেস্টের সময় মাঠে থেকে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছিলেন। এবার দুদিনের সফরে এসেছেন তিনি। অস্ট্রেলীয় হাইকমিশনে বৈঠক করেছেন। সভায় বসেন আইজিপি শহীদুল হকের সঙ্গে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গেও আলাপ হয়েছে তার। এ অজি নিরাপত্তা উপদেষ্টার সবুজ সংকেতের ওপরই অনেকটা নির্ভর করছে এই সফর।
আগামী আগষ্টে বাংলাদেশের দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অজি ক্রিকেট দল।
Discussion about this post