নাজাতের দশদিন গণনা শুরু হয়েছে। পবিত্র রমজানের শেষ দশদিনে আমরা। একইসঙ্গে লাইলাতুল কদর গণনাও শুরু হয়ে গেলো।লাইলাতুল কদর এর অর্থ অতিশয় সম্মানিত ও পবিত্র রজনী। আরবি ভাষায় ‘লাইলাতুল’ অর্থ হলো রাত্রি বা রজনী আর ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এই সময়টাতে ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা হয়।
প্রতিটি মুসলমানের কাছে এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত। পবিত্র কোরআন শরীফের বর্ণনা অনুসারে, আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন। আর একটি মাত্র রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি আছে।
রমজানের শেষ দশদিনের যেকোনা বিজোর রাত্রিকে হাজার মাসের চেয়েও উত্তম মনে করেন ইসলাম ধর্মাবলম্বীরা। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআন শরীফ। বিশেষ এই রাতে ইবাদতের আহ্বান জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সবাই যাতে শবে কদরের পবিত্রতা অর্জন করতে পারেন সে চেষ্টা করতে বললেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া এই ক্রিকেটার।
সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার রাতে লিখেছেন, ‘রাসুল (সা.), আমাদের রমজানের শেষ দশ রাতে লাইলাতুল কদরের রাতটি খুঁজতে বলেছেন। আসুন আমরা এই দশটি রাত সবার জন্য মঙ্গল কামনা করে ইবাদতে কাটাই। যাতে করে শবে কদরের পবিত্রতা আমাদের কাছে পৌঁছে যায় এবং আমরা সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহ লাভ করি।’
Discussion about this post