এশিয়া কাপের সময়সূচি প্রকাশের পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও উত্তেজনা। ৯ সেপ্টেম্বর শুরু লড়াই। তবে বাস্তবতা হচ্ছে, এখনো বাংলাদেশ দলের সামনে নেই কোনো আন্তর্জাতিক সিরিজ। এ অবস্থায় বিসিবি চাইছে, খেলোয়াড়দের উপযুক্ত প্রস্তুতির জন্য ঘরোয়া পর্যায়ে কার্যকর ম্যাচ ও কন্ডিশনভিত্তিক প্রস্তুতি নিশ্চিত করতে।
বিসিবির উচ্চপর্যায়ের পরিকল্পনায় আছেন সাবেক অধিনায়ক ও বর্তমান পরিচালক আকরাম খান, যিনি বারবার জোর দিচ্ছেন-উপযুক্ত উইকেট ও খেলার ধরনে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপর।
আকরাম স্পষ্ট বলেন, ‘এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেট বানানো জরুরি। ব্যাটারদের স্বাচ্ছন্দ্য তৈরি হলে উন্নতিও আসবে। সিলেট ও চট্টগ্রামের উইকেট যথেষ্ট ভালো, সেখানে খেলা দলকে মানসিকভাবে সাহায্য করবে।’
শুধু শক্তির খেলা নয়-টি-টোয়েন্টি ক্রিকেটে ধৈর্য, কৌশল ও পরিবেশ বুঝে খেলার গুরুত্ব বেশি বলে মনে করেন আকরাম, ‘টি-টোয়েন্টি খেলায় শক্তি অতটা গুরুত্বপূর্ণ না, কীভাবে আপনি খেলছেন সেটা গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে যদি সঠিক কন্ডিশনে অনুশীলনের সুযোগ পাই, সেটা বড় সুবিধা হবে।’
পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগেই বাংলাদেশ যেসব কঠিন উইকেটে খেলেছে, সেটি ভবিষ্যতের জন্য আদর্শ নয় বলেও মন্তব্য করেন তিনি, ‘ওই রকম উইকেটে খেলে আমরা কোনো উপকার পাব না।’
এখন প্রতিপক্ষ আর সহজ নেই-এই উপলব্ধিও তুলে ধরেন আকরাম খান। তিনি মনে করিয়ে দেন, ‘হংকংও এখন খারাপ দল নয়। আর শ্রীলঙ্কা ও আফগানিস্তান তো আমাদের সমমানের প্রতিপক্ষ। খুব ভালো খেলেই এগোতে হবে।’
Discussion about this post