বাংলাদেশের পুরনো ক্রিকেটপ্রেমীদের কাছে তার নামটি একেবারেই চেনা। গর্ডন গ্রিনিজ। টাইগারদের সাবেক কোচ। যিনি এক সময় ছিলেন আকরাম খান-আমিনুল ইসলাম বুলবুলদের নিয়ে কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের উত্থান পর্বের সেই কোচ আবারো আসছেন। তবে ফের কোচের আসনে বসতে নয়। এবার ভিন্ন এক কারণে গ্রিনিজকে দেখা যাবে বাংলাদেশে।
ক্যারিবিয় কিংবদন্তিতে একটি আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতার অতিথি হয়ে ঢাকা আসছেন। যার অন্যতম আয়োজক তারই শিষ্য বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফিতে এই গর্ডন গ্রিনিজের পরিকল্পনাতেই খেলতে নেমেছিল টাইগাররা। ট্রফি জিতে দেশে ফেরার পর অনানারি নাগরিত্বও দেওয়া হয়েছিল তাকে। তার পরামর্শেই মূলত সাফল্যের সিড়ি পেয়েছিল বাংলাদেশ।
যদিও বিদায়টা তেমন ভাল হয়নি গর্ডনের। বিশ্বকাপ শেষে ঢাকায় ফেরা হয়নি তার। ইংল্যান্ডে থাকা অবস্থায় তাকে বরখাস্ত করে বিসিবি।
সেই গর্ডন আবারো আসছেন বাংলাদেশে। এবার গলফ কোর্সে দেখা মিলবে তার।
Discussion about this post