ক্যারিয়ারে যেন নতুন জন্ম হল মোহাম্মদ আশরাফুলের। একটি দুটি নয়, এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তিনটি সেঞ্চুরি করলেন তিনি। সব মিলিয়ে এক আসরেই রেকর্ড পাঁচটি শতরান। প্রথম ব্যাটসম্যান হিসেবে লিগে সেঞ্চুরির হ্যাটট্রিকটা হয়ে গেল এই তারকা ব্যাটসম্যানের।
চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের ১৩ ম্যাচে আশরাফুল করলেন ৫টি সেঞ্চুরি। এরই পথ ধরে ১৯৯৯-২০০০ মৌসুমে করা পাকিস্তানি খেলোয়াড় জহুর এলাহীর (পাঁচটি) রেকর্ডে ভাগ বসালেন তিনি। চলতি লিগের সর্বোচ্চ রান আশরাফুলের।
রোববার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ১০২ রানে অপরাজিত থাকেন আশরাফুল। ১৩৭ বলের ইনিংসে ছিল ১০টি চারে এই ইনিংসটি সাজিয়েছেন তিনি। আবাহনী ওপেনার এনামুল হক বিজয়ের ৬৬০ রান টপকে আশরাফুলের সংগ্রহ এখন ৬৬৫।
মজার ব্যাপার হল এর আগে ঢাকা লিগের এক আসরে ৫ সেঞ্চুরি করা জহুর এলাহী খেলেছিলেন কলাবাগানের হয়ে। যদিও সেটি লিস্ট ‘এ’ রেকর্ডসে ঠাঁই পায়নি। তখন ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পায় ২০১৩-১৪ মৌসুমে। লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর এই রেকর্ডে আশরাফুল প্রথম।
Discussion about this post