ঘরোয়া ক্রিকেটেও সেই অভিজ্ঞদেরই দাপট। জাতীয় দলের তারকারাই পাচ্ছেন সাফল্য। তরুণদের পেছনে ফেলে দাপটেলেড়ছেন তারকারা। বুধবারও সেই একই দৃশ্যপট। জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটে-বলে আর নেতৃত্বে দেখালেন দাপট। সঙ্গে চারে দাপুটে ইনিংস খেললেন মুমিনুল হক। তার হাত ধরেই শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে মাহমুদউল্লাহর গাজী গ্রুপ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে শেখ জামাল তুলে ৭ উইকেটে ১৫১ রান। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুলের ফিফটিতে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পা রাখে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মুমিনুল ৩৪ বলে করেন ফিফটি। তিনি ফিরেন ৫৪ রানে। বোলিংয়ে ২ উইকেট শিকারের পর ক্যাপ্টেন মাহমুদউল্লাহ দলকে জিতিয়ে ৬২ রানে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা শেখ জামাল পেল প্রথম হার দেখলো। পথ হারাল দ্বিতীয় রাউন্ডেই।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে শেখ জামাল। প্রথম ৪ ওভারে আসে ৪২ রান। আরিফুল হকের বলে আউটের আগে আশরাফুল চার ছক্কায় করেন ৪১ রান। খেলেন মাত্র ৩৫ বল। নাসির হোসেন একটি করে ছক্কা ও চারে ২০ রান। তবে দিনে শেষে হাসিমুখ রিয়াদেরই।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ২০ ওভারে ১৫১/৭ (সৈকত ৩৩, আশরাফুল ৪১, নাসির ২০, সোহান ১১, তানবীর ৪, জিয়া ২১, সোহরাওয়ার্দী ১১*, এনামুল ০, সানি ০*; মুকিদুল ৪-০-৩৬-২, নাহিদ ৩-০-২৪-০, মেহেদি ২-০-১৭-০, নাসুম ৪-০-২০-১, সৌম্য ২-০-১৪-১, আরিফুল ২-০-১৬-১, মাহমুদউল্লাহ ৩-০-২৩-২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৮.৫ ওভারে ১৫৬/৩ (শাহাদাত ১৩, সৌম্য ১৩, মুমিনুল ৫৪, মাহমুদউল্লাহ ৬২*, জাকির ১০*; ইবাদত ৩-০-৩০-০, নাসির ৩-১-১৩-০, এনামুল ৩-০-২১-২, সোহরাওয়ার্দী ২-০-১৬-০, সাকিল ৩-০-২৯-১, সানি ২.৫-০-২২-০, জিয়া ১-০-১১-০, তানবীর ১-০-১৩-০)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ
Discussion about this post