এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ঠিক চেনা যাচ্ছে না লিজেন্ডস অব রূপগঞ্জকে। প্রথম দুই ম্যাচেই নিজেদের খুঁজে পায়নি সাবেক চ্যাম্পিয়নরা। শুক্রবার ছুটির দিনে খেলতে নেমেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। মেহেদী হাসান মিরাজ আর জহুরুল ইসলামদের দাপটের সামনে হাসিমুখে মাঠ ছাড়া হলো না লিজেন্ডসদের।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আল আমিনের ফিফটিতে রূপগঞ্জ তুলে ২০ ওভারে করে ১৩৮ রান। এরপর মিরাজ ও জহুরুলের ফিফটিতে খেলাঘর ৩ বল বাকি রেখেই জয়ের বন্দরে নোঙর করে।
এদিন মিরাজ তিনে নেমে সফল। খেলেন ৪৫ বলে ৫৪ রানের এক ইনিংস। অধিনায়ক জহুরুল অপরাজিত ৫৩ রান তুলে দলকে জিতিয়ে ছাড়েন মাঠ। তাদের ১৩ ওভারে দুজনের ৯৭ রানের জুটিতেই জিতল খেলাঘর। লিগে রূপগঞ্জের এটি টানা দ্বিতীয় হার। আর তিন ম্যাচ খেলে খেলাঘর পেলো প্রথম জয়।
এর মধ্যে শেষ তিন ওভারে খেলাঘরের সামনে লক্ষ্য ছিল ১৭ রান। মিশন কঠিনই ছিল রূপগঞ্জের। এই অবস্থায় দল হেরে গেল জহিরুলের কাছে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ। কিন্তু বড় স্কোর গড়তে পারেনি তারা। শুরুটা ভাল হয়নি। হতাশ করেন সাদমান ইসলাম। ৮ রান করতে গিয়েই খেলেন ২২ বল। অধিনায়ক নাঈম ইসলাম ফিরেন শূন্য রানে। ওপেনার আজমির আহমেদ ২১ বলে ২৮। এরপর চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটিতে রূপঞ্জকে পথ দেখান আল আমিন ও সাব্বির রহমান। সাব্বির ২১ বলে ২৩ রান করে ফিরে যান সাজঘরে। আগের ম্যাচেও তিনি করেন ২৩ রান।
আল আমিন বেশ লড়েছিলেন। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪২ বলে ৫১ রান করেন তিনি। ৪৩ টি-টুয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে এটি তার প্রথম ফিফটি। জাকের আলির ১২ বলে ১৯।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ : ২০ ওভারে ১৩৮/৫ (সাদমান ৮, আজমির ২৮, নাঈম ০, আল আমিন ৫১, জাকের ১৯*, মুক্তার ০*; মিরাজ ৪-০-২০-১, ইফরান ৪-০-২৬-০, খালেদ ৪-০-২৫-১, টিপু ৩-০-১৮-০, মাসুম ৪-১-৩৪-২, রিশাদ ১-০-৮-১)।
খেলাঘর : ১৯.৩ ওভারে ১৪০/৩ (ইমতিয়াজ ৯, সাদিকুর ৯, মিরাজ ৫৪, জহুরুল ৫৩*, সালমান ৭*; নাবিল ৪-০-২৫-০, সোহাগ ১.৩-০-১৯-০, সানজামুল ৪-০-৩১-১, শহিদ ৪-০-২৬-১, মুক্তার ৪-০-২২-১, সাব্বির ২-০-১৬-০)
ফল : খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জহুরুল ইসলাম।
Discussion about this post