ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি যেন তার শত্রু। ক্যারিয়ারে যখনই মাথা উঁচু করে দাঁড়িয়েছেন তখনই চোট তাকে পেছন থেকে টেনে ধরেছে। আবার অফ ফর্মেও ছিটকে গেছেন জাতীয় দল থেকে। সেই তাসকিন আহমেদ ফের টাইগার শিবিরে।
মঙ্গলবার নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। দলের সঙ্গে যাচ্ছেন পেস বোলার তাসকিন। তার আগে কিউই সফর নিয়ে সোমবার কথা বললেন তিনি। চলুন দেখে নেই কী বললেন তাসিকন।
ক্যারিয়ারে ইনজুরি প্রসঙ্গ…
ইনজুরিটা তো দুর্ঘটনাবশত, ওইটা তো আমার হাতে নাই। আমার হাতে যেটা আছে সবসময় ভালো প্রক্রিয়া মেনে চলা, নিজের ফেইলিংয়ের সঙ্গে, নিজের সঙ্গে সৎ থাকা। যেটা আমার কন্ট্রোলে আছে। এই জিনিসগুলাই ভালো মতো কন্ট্রোল করতে চাই। আর দুর্ঘটনাবশত ইনজুরি যেটা এটা আমার হাতে নাই এবং সবকিছুর পেছনে ভালো কোনো কারণ থাকে। আল্লাহ যা করেন, সবসময় ভালোর জন্য করেন। কিন্তু আমি আমার প্রক্রিয়াটাবে বেশি ফোকাস।
নিউজিল্যান্ড সফর…
আসলে প্রত্যেকটা সিরিজই আমার জন্য চ্যালেঞ্জিং, ভালো করার একটা থাকে। কিন্তু সবকিছুর থেকে আসল জিনিসটা হলো আমার মেইন যে ফোকাসটা, আমার লক্ষ্যটা যেটা সেটা পালন করতে চাই। একজন পেসার হিসেবে পেসের সঙ্গে, অ্যাকুরেসি এবং সবকিছু মেইন্টেন করে বেসিক যা ভালো হয় এক্সিকিউড করতে চাই।
আগেও খেলেছেন নিউজিল্যান্ডে….
আসলে নিউজিল্যান্ডে এর আগেও আমার দুইবার খেলেছি আমি । বিশ্বকাপ খেলেছি এবং নিউজিল্যান্ড সিরিজ খেলেছি। সবসময় অনেক চ্যালেঞ্জিং হয় বাইরে থেকে যারাই খেলতে যায় ওদের কন্ডিশনে ওদের সঙ্গে। ওইখানে ভালো করতে হলে আসলে সহজে কোনা কিছু পাওয়া সম্ভব না বোলার, ব্যাটসম্যান দুজনের জন্যই। কারণ ওদের কন্ডিশনে সবসময় ওরাই ফেভারিট থাকে এবং টাফ হয় প্রতিপক্ষ দলের জন্য। তবে আমাদের শতভাগ তো দিতেই হবে সঙ্গে প্রো একটিভ থাকতে হবে।
লক্ষ্য..
অবশ্যই আমার জন্য বড় বিষয় হবে কারণ আমি সবসময় চাই বাংলাদেশ দলের হয়ে থাকতে, খেলতে। দিন শেষ এটাই আমার স্বপ্ন। মেহেনত করার পেছনে এটাই লক্ষ্য থাকে যে সবসময় জাতীয় দলের হয়ে খেলা।
কোয়ারেন্টাইন প্রসঙ্গে…
এটা আসলে মেন্টালি টাফ চ্যালেঞ্জ, এরকম সিচুয়েশনে এর আগে কখনো থাকা হয় নাই। যদিও আমরা লাস্ট দুইটা সিরিজ বা টুর্নামেন্টে সব কিছু জৈব সুরক্ষা বলয়ের আন্ডারেই খেলেছি কিন্তু এটা একটু ডিফরেন্ট হবে সম্পূর্ণ ৬ দিন একই রুমে বন্দী এবং নিজেরই সবকিছু করা তারপর হয়ত কোয়ারেন্টাইন প্রিয়িয়ডটা শেষ হলে ট্রেনিং স্টার্ট হবে তো এটা মেন্টালি স্ট্রং থাকাটা আমাদের জরুরি এবং ভালো মানে ডিফরেন্ট এক্সপেরিয়েন্স হবে।
নিউজিল্যান্ডের উইকেট…
না মানে সব সময় স্লো এবং লো বাউন্সে খেলার অভ্যাস থাকে আমাদের তো ঐখানে দেখা যাবে ইভেন বাউন্স এবং আর্লি মুভমেন্ট করতে পারে তো আমাদের জন্য একটু ইয়ে হয় বাট স্টিল আমি আশাবাদী কারণ আমরা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে ওয়াল্ড কাপ ইভেন্ট গুলো খেলেছিলাম তখন কিন্তু অনেক ভালো উইকেট ছিল ব্যাটিং এবং বোলিংয়ের জন্য সেরকম যদি স্পোটি উইকেট হয় স্টিল আমাদের ভালো করার সুযোগ থাকবে কিন্তু ঐটাই আরকি চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক সময় যে এডজাস্ট করা। প্রচন্ড বাতাস থাকে। যে বাতাসটা নিউজিল্যান্ডে আসলে ফিল্ডিং করার সময় বা বোলিংয়ে রানআপের সময় বা ব্যাটিংয়ে ফোকাস করতে প্রবলেম হয়। কিন্তু এগুলা আসলে এক্সকিউজ হতে পারে না। এসব নিয়েই আমরা এডজাস্ট করার ভালো করার চেষ্টা করব।
Discussion about this post