মাঠের পারফরম্যান্সই অন্যদের চেয়ে তাকে অনেকটা এগিয়ে দেয়। নিউজিল্যান্ড সফরে মাঠের লড়াইয়ে বাংলাদেশ ব্যর্থ হলেও সাকিব আল হাসান ঠিকই ছিলেন আলোচনায়। ব্যাট-বল দুটোতেই সফল এই অলরাউন্ডার। তারই পথ ধরে ক্যারিয়ারের নতুন চূড়ায় পা রাখলেন সাকিব।
ওয়েলিংটনে ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস খেলেন এই টাইগার ব্যাটসম্যান। ২১৭ রানের সেই ইনিংস খেলার পর আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব ক্যারিয়ার সেরা ২৩ নম্বরে উঠেন তিনি। ক্রাইস্টচার্চে ৫৯ ও ৮ রান অাসে তার ব্যাটে। যদিও তার আউটের ধরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু র্যাঙ্কিংয়ে গুরুত্ব পায় শুধু রানসংখ্যা!
তাইতো মঙ্গলবার সাকিব ব্যাটিংয়ে একধাপ এগিয়েছেন। আবার বোলিংয়েও এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াল ৪৪৩।
তবে আগের মতোই এখানে দুই নম্বরে আছেন সাকিব। তার উপরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। যার রেটিং পয়েন্ট ৪৮২। আসছে সিরিজে দু’জনের দেখা হবে। ৯ ফেব্রুয়ারি হায়দারাবাদে ভারতের বিপক্ষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।
Discussion about this post