আরও একবার নিউজিল্যান্ড সফরের দরজা খুলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। অবশ্য গেলো কয়েক বছর ধরেই নিয়মিতই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে টাইগাররা। তার পথ ধরে আরেকটি সফরও নিশ্চিত। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট নিউজিল্যান্ড।
এ বছরের ডিসেম্বরে হবে ৩ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের এই টি-টুয়েন্টি সিরিজ। নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে এখানে আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপরই বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড সফরে।
সফরে আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে ওয়ানডে সিরিজ। এই লড়াইয়ের পরের দুই ম্যাচ ২০ ডিসেম্বর নেলসনে, ২৩ ডিসেম্বর নেপিয়ারে। ২৭ ডিসেম্বর টি-টুয়েন্টি সিরিজ শুরু এখানেই। পরের দুই টি-টুয়েন্টি ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে।
সময়ের হিসাব জানাচ্ছে-এটি হতে যাচ্ছে গত ৮ বছরের মধ্যে নিউজিল্যান্ডে বাংলাদেশের ষষ্ঠ সফর। ২০১৫-১৬ মৌসুমে সেখানে ৩টি করে ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের পাশাপাশি ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে ছিল ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট। ২০২১ সালে ছিল ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। গত বছরের শুরুতে ছিল ২ ম্যাচের টেস্ট সিরিজ। অক্টোবরে খেলেছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ।
ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে সিরিজ খেলে নতুন বছরের শুরুতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। এরপরই টাইগার ক্রিকেটাররা মেতে উঠবেন বিপিএল উৎসবে।
Discussion about this post