ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের শুরু থেকেই মাঠের ক্রিকেট দিয়ে আলোচনায় আছেন তিনি। তবে ইনজুরি প্রায়ই তাকে আটকে দিতে চেয়েছে। কিন্তু সাতবার অস্ত্রোপচার করেও থামেননি মাশরাফি বিন মর্তুজা। আসছে অক্টোবরে ৩৫ বছরে পা দেবেন তিনি। তারপরও খেলে যাচ্ছেন দাপটে। শনিবার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অনন্য এক অর্জন যোগ হল তার নামের পাশে।
১৩৭ রানে ম্যাচটা জিতেছে বাংলাদেশ। আর মাশরাফি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বল হাতে খুঁজে নেন ছন্দ। ৬ ওভারে ২ মেডেন আর ২৫ রানে নেন দুই উইকেট।
এই সাফল্যের পথ ধরে পাকিস্তানেরই সাবেক পেসার শোয়েব আখতারকে ছুঁয়ে ফেললেন মাশরাফি। ওয়ানডে ক্রিকেটে দু’জনেরই উইকেট সংখ্যা ২৪৭টি। ইনজুরিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অনন্য উচ্চতায় এখন মাশরাফি।
বাংলাদেশ অধিনায়কের সামনে রয়েছেন ভারতীয় কিংবদন্তি পেসার কপিল দেব। ২২৫ ওয়ানডে খেলে তার শিকার ২৫৩ উইকেট। সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়াকে কাপেই হয়তো কপিলকে পেরিয়ে যাবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
মাশরাফির ১৯১ ওয়ানডেতে শিকার করেছেন ২৪৭ উইকেট। ১৬৩ ম্যাচে তুলেছিলেন সমান উইকেট নেন পাকিস্তানের পেসার শোয়েব আখতার।
Discussion about this post