ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটে বাজে আম্পায়ারিং নতুন কিছু নয়। পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং নিয়ে অনেক কথাই লেখা হয়েছে। ঘরোয়া ক্রিকেটের সেই বাজে আম্পায়ারিং এবার দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটে। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে মারাত্মক ভুল করলেন আম্পায়ার তানভীর আহমেদ। মিরপুরে এই বাংলাদেশি আম্পায়ারের ভুলের কারণে শেষ টি-টুয়েন্টিতে খেলা বন্ধ ছিলো ৮ মিনিট।
ঘটনা বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে। ওসান থমাসের শেষ বলে লিটন দাস ক্যাচ তুলে দেন শিমরান হেটমায়ার হাতে। কিন্তু আম্পায়ার তানভীর জানান-এটি নো বল ছিল। যদিও টিভি রিপ্লেতে পরিস্কার দেখা যায় ওসানে থমাসের সেই বলটা নো বল ছিল না। পা পপিংক্রিজের মধ্যেই ছিল তার। মাঠের বড় পর্দায় এটি দেখে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা আম্পায়ারের কাছে প্রতিবাদ জানাতে ছুটে আসেন। টিভিতে ওসানের সেই ডেলিভারি দেখানো হয়। স্পষ্ট হয় এটি নো বল নয়। ফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে ফেলায় কিছুই করার ছিল না। তারপরও ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ারের কাছে ছুটে যান। চতুর্থ আম্পায়ার শরফুদৌল্লা ইবনে সৈকত ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটের সঙ্গে কথা বলেন। বাউন্ডারি লাইনের দাঁড়িয়ে সমস্যার সমাধাণ করেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
এ সময় আম্পায়ার তানভীরকে হতবিহবল অবস্থায় দেখা যায়। এর ঠিক তার দুই বলে আগের একই কাণ্ড ঘটান আম্পায়ার তানভীর। বৈধ বলটিকেও নো ডাকেন। টিভি আম্পায়ার তাকে যখন জানালেন ওটা নো বল ছিলো না, তখন তানভীর তার সিদ্ধান্ত প্রত্যাহার করের!
আর্ন্তজাতিক ক্রিকেট এমন বাজে আম্পায়ারিং সত্যিই বিস্ময়কর। এর ফলে আইসিসির প্যানেলে বাংলাদেশের আম্পায়ারদের খেলা পরিচালনার মান নিয়ে প্রশ্ন উঠবে।
Discussion about this post