ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ওয়ানডে টুর্নামেন্টে শুভ সূচনা হয়েছে আবাহনী লিমিটেড ও নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের। নবীন বিকেএসপির বিপক্ষে অনায়াস জয় তুলে নেয় আবাহনী।
শুক্রবার ৬০ রানের জয়ে পথচলা শুরু হলো চ্যাম্পিয়ন আবাহনীর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৫০ ওভারে আবাহনী করে ২১৬ রান। জহুরুল ইসলাম করেন অপরাজিত ১২১। প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত খেলেন তিনি এরপর বিকেএসপি ৫৫ বল বাকি থাকতে অলআউট হয় ১৫৬ রানে।
জহুরুল ছাড়া মোহাম্মদ সাইফ উদ্দিন করেন ফিফটি, মোসাদ্দেক হোসেনের ব্যাটে ১৩ রান।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ২১৬/৯ (জহুরুল ১২১*, কৌশল সিলভা ৭, শান্ত ০, মোসাদ্দেক ১৩, সাব্বির ২, সাইফ ৫৫, জাভেদ ৯, সানজামুল ১, রুবেল ৪, আরিফুল ০, অপু ০*, সুমন ১/৪৯, নাসের ৩/৪৯, কাইয়ুম ০/৩৪, মুরাদ ২/৫৪, নওশাদ ১/২৯, শামিম ০/১০)।
বিকেএসপি: ৪০.৫ ওভারে ১৫৬ (রাতুল ৩৭, পারভেজ ৫, মাহমুদুল ৪, আমিনুল ৮, আকবর ৩, শামিম ১৮, কাইয়ুম ৩৮*, নওশাদ ৩, সুমন ১০, মুরাদ ১, নাসের ১২; সাইফ ১/১২, রুবেল ১/২০, মোসাদ্দেক ১/২৮, আরিফুল ১/১৭, অপু ৩/৩০, সানজামুল ২/৪১, সাব্বির ১/৩)।
ফল: আবাহনী লিমিটেড ৬০ রানে জয়ী
ম্যাচসেরা: জহুরুল ইসলাম
#############
প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে শুক্রবার বাজিমাত করেছে উত্তরা। অভিষেকেই তুলণে নিয়েছে জয়। তারা হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে। ৯ রানে জিতেছে উত্তরা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৫০ রানের লক্ষ্যে নেমে ৯ উইকেটে ২৪০ রান করে শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরা স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৪৯/৪ (তানজিদ ৬৪, আনিসুল ৪৭, সজীব ৬১*, রাজা ১৮, মিনহাজ ৩৮, মোহাইমিনুল ১৪*; শকিল ১/৪৪, শহিদুল ১/৪৭, নাসির ০/৩১, আফ্রিদি ০/৫৪, সানি ০/৫০, তানবীর ২/২২)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৪০/৯ (ইমতিয়াজ ৮, ফারদিন ৩৯, রাকিন ১১, নাসির ৪৮, সোহান ৬৫, তানবীর ১, জিয়া ২৭, সানি ২৮, শহিদুল ৬, শাকিল ১*, আফ্রিদি ০*; নাহিদ ২/৫০, রশিদ ৩/৪৪, সাজ্জাদ ০/৪৭, মোহাইমিনুল ০/৮, পায়েল ৩/৬৫, রাজা ১/২৪)
ফল: উত্তরা স্পোর্টিং ক্লাব ৯ রানে জয়ী
ম্যাচসেরা: আব্দুর রশিদ
Discussion about this post