ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা সাত ম্যাচ জিতে উড়ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই সংখ্যাটাকে রোববার আবাহনী লিমিটেডকে হারিয়ে বাড়িয়ে নিতে চায় সাবেক ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চ্যাম্পিয়নরা। শুধু তাই নয় পয়েন্ট টেবিলের শীর্ষেও জায়গা করে নিতে বদ্ধ পরিকর নাঈম ইসলামের দল।
এখন পর্যন্ত চলতি ডিপিএলে ৯ ম্যাচে রূপগঞ্জ-আবাহনী হেরেছে মাত্র একটিতে। তাই পয়েন্ট টেবিলের একবারে শীর্ষ দুইয়ে অবস্থান করছে দল দুটি। মানে শীর্ষে আবাহনী। এরপরেই অবস্থান রূপগঞ্জের। তবে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠতে চায় নারায়ণগঞ্জের দলটি।
পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকায় বেশ আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে রূপগঞ্জ-আবাহনী। তাই রোববারের ম্যাচটি দুই দলের কাছে শুধুমাত্র আনুষ্ঠিানিকতা মাত্র। তবে তাদের মধ্যে একটি প্রতিযোগিতা রয়েছে। সেটা হল আবাহনীর লক্ষ্য কোনভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান না হারানো। অন্যদিকে রূপগঞ্জের লক্ষ্য যেভাবেই হোক আগামিকাল চলতি ডিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নেয়া। যে কারণে এ দুই দলের মধ্যে জমজমাট লড়াইয়ের আভাস পাচ্ছেন ক্রিকেট প্রেমিরা।
ব্যাট হাতে রোববার মিরপুরে ঝড় তুলতে পারেন্ রূপগঞ্জের দুই ওপেনার মেহেদি মারুফ ও মোহাম্মদ নাঈম। এদিকে ওয়ান ডাউনে মুমিনুল হক আর মিডেল অর্ডারে নাঈম ইসলাম, ঋষি ধাওয়ান, আকবর-উর-রহমানরাও রানের ফোয়ারা ছোটাতে পারেন। শেষ দিকে লিজেন্ডেসদের রানের চাকা বাড়াতে পারেন মুক্তার আলি, জাকের আলিদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানরা। বল হাতে বরাবরের মতোই আজ জ্বলে উঠতে চেষ্টা করবেন মোহাম্মদ শহিদ, নাবিল সামাদ, নাঈম ইসলামরা। অন্যদিকে কোন অংশেই কম যাবে না আবাহনী। কেননা দলটির ওপেনার জহুরুল হক, সৌম্য সরকাররা দারুণ ফর্মে রয়েছেন। এদিকে আকাশি-নীলদের ভারতীয় রিক্রুট ওয়াশিম জাফর, জাতীয় দলের মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমানরাও রয়েছেন ছন্দে। বল হাতে দলটির নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সানজামুল ইসলামরাও রূপগঞ্জ ব্যাটসম্যানদের ফেলতে পারেন বড় পরীক্ষায়। তবে সব কিছু পেছনে ফেলে আজ বিজয়ীর হাসি হাসতে চায় নাঈম ইসলামের দল।
গত কয়েক মৌসুম আবাহনীর বিপক্ষে জিততে পারেনি রূপগঞ্জ। তবে সেসব এখন অতীত। তাই রোববার আকাশি-নীলদের হারিয়ে প্রতিশোধ নিয়ে ছন্দ ধরতে রাখতে চাইছেন নাঈম ইসলামরা। এখন দেখার বিষয় চিন্তা-চেতনার সঙ্গে মাঠের ক্রিকেটের পারফরম্যান্সে কতটুকু কি করতে পারেন তারা?
Discussion about this post