এখনো টি-টুয়েন্টি ক্রিকেটে যে তার ম্যাজিক ফুরিয়ে যায়নি সেটি আরো একবার দেখা গেল। শনিবার ব্যাটে-বলে ঝড় তুললেন শহীদ আফ্রিদি। তার ম্যাচে সিলেট সিক্সার্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে বিপিএলের পঞ্চম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। নিজেদের মাঠে টানা তিন ম্যাচ জেতার পর ঢাকায় এসে শুরুতেই হারের মুখ দেখল সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ৮ উইকেটের সহজে হারাল সিলেটকে। প্রথম ম্যাচে সিলেটের কাছে ৯ উইকেটে হেরে যাওয়া সাকিব আল হাসানের দল শনিবার বড় জয়ে প্রতিশোধ নিল।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলে সিলেট সিক্সার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে আফ্রিদি ও লুইসের তাণ্ডবে মাত্র ৭.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় সাকিবের ঢাকা।
ম্যাচটা আসলে পাকিস্তানি তারকা আফ্রিদির। তার হাত ধরেই জিতল বর্তমান চ্যাম্পিয়নরা। তার সঙ্গে সুনীল নারাইন, আবু হায়দার রনিরা ঝড় তুললেন। আবুল হাসান রাজু করেন ৩০* রান। অন্যরা পুরোপুরি ব্যর্থ। ঢাকার পক্ষে আফ্রিদি চারটি, নারাইন তিনটি ও রনি নেন দুটি উইকেট।
জবাব দিতে নেমে ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আফ্রিদি। এভিন লুইসের ৪৪ (১৮ বল) ও অধিনায়ক সাকিব আল হাসানের ১৮ (১১ বল) রান করলে অনায়াসে জিতে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর-
টস- ঢাকা ডায়নামাইটস
সিলেট সিক্সার্স: ১০১/৯, ২০ ওভারে- (রাজু ৩০*, তাইজুল ১৬*; আফ্রিদি ১২/৪, নারাইন ১০/৩, রনি ২৩/২)
ঢাকা ডায়নামাইটস: ১০৬/২ ৭.৫ ওভারে- (লুইস ৪৪*, আফ্রিদি ৩৭, সাকিব ১৮*; ব্রেসনান ২০/২)
ফল: ঢাকা ডায়নামাইটস ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শহীদ আফ্রিদি
Discussion about this post