এটি ছিল খুলনা টাইটানসের প্রতিশোধের ম্যাচ। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের দল উল্টো ফের হেরে গেল। রংপুর রাইডার্স মঙ্গলবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ৭ উইকেটে হারাল খুলনাকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষদিনের প্রথম ম্যাচে মঙ্গলবার নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করে খুলনা টাইটান্স। জবাব দিতে নেমে রংপুর ৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
এ জয়ে শীর্ষ উঠে গেল রংপুর রাইডার্স। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট তাদের। আর এক ম্যাচ বেশি খেলে ৫ জয়ে ঠিক ১০ পয়েন্ট নিয়েও রান ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে খুলনা টাইটান্স।
ব্যাটে-বলে দুর্দান্ত খেলে রংপুরকে এই জয় এনে দিয়েছেন দলটির পাকিস্তানি রিক্রুট শহীদ আফ্রিদি। বল হাতে ৩০ রানে নেন ২ উইকেট। পরে দলের প্রয়োজনে ২০ বলে করেন ২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটান্স: ২০ ওভারে ১২৫/৬ (ফ্লেচার ৮, মজিদ ১০, ওয়েসেলস ২৭, মাহমুদউল্লাহ ১১, তাইবুর ৩২, আরিফুল ২২*, হাওয়েল ৩, কাপালী ৩*; সানি ২/১৬, আনোয়ার ০/১৯, ডসন ০/২৭, আফ্রিদি ২/৩০, সোহাগ ০/৬, রুবেল ২/১৯)।
রংপুর রাইডার্স: ১৯ ওভারে ১২৯/৩ (শাহজাদ ৩৭, সৌম্য ৩, মিঠুন ৪৯*, আফ্রিদি ২৬, ডসন ৫*; মোশাররফ ০/২৩, জুনায়েদ ১/২৩, হাওয়েল ১/৩১, শফিউল ০/২৩, কাপালী ০/১৪, মাহমুদউল্লাহ ১/১৪)
ফল: রংপুর ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : শহীদ আফ্রিদি
Discussion about this post