ক্রিকেটে শহীদ আফ্রিদির নাম শুনলেই অনেক পাকিস্তানি আজও গর্বিত হয়ে ওঠেন। সেই আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজরা এখন খেলছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল)। যা একটি বেসরকারি লিগ। দলটির নাম ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’। কিন্তু এখানেই শুরু বিতর্কের।
এই লিগে ‘ভারত চ্যাম্পিয়নস’ দলের মুখোমুখি হতে দুইবার অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস দলটি-একবার গ্রুপপর্বে, আরেকবার সেমিফাইনালে। দ্বিতীয়বার তারা ম্যাচ খেলেনি, ফলে সরাসরি ফাইনালে উঠে যায় দলটি। বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির বোর্ড সভায় ক্ষোভে ফেটে পড়েন কর্মকর্তারা। তারা জানান, এটি কেবল একটি ম্যাচ নয়, বরং জাতীয় ভাবমূর্তির প্রশ্ন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম ব্যবহার করে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া কতটা গ্রহণযোগ্য? পিসিবির পূর্বানুমতি ছাড়া ‘পাকিস্তান’ নাম আর কেউ ব্যবহার করতে পারবে না।
আজকাল বিভিন্ন দেশেজিম্বাবুয়ে, কেনিয়া, এমনকি যুক্তরাষ্ট্রে ছোট ছোট ব্যক্তিমালিকানাধীন লিগে হঠাৎ করে ‘একাদশ’ বা ‘পাকিস্তান স্টার্স’ নামে দল দেখা যায়। এসব নাম নিয়ে উৎসব হয়, চড়া দামে টিকিট বিক্রি হয়। অথচ এসবের বেশিরভাগেই নেই পিসিবির অনুমোদন বা মান যাচাইয়ের ব্যবস্থা।
পাকিস্তান সরকারের আইপিসি মন্ত্রণালয় মনে করছে, জাতীয় মর্যাদা একদিনে গড়া যায় না। কিন্তু ভুল ব্যবহারে তা ধূলিসাৎ হতে পারে। তারা পিসিবির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আরও কঠোর ব্যবস্থা নিতে বলেছে।
এই বিতর্কিত টুর্নামেন্টটি আইসিসি বা পিসিবির অনুমোদিত নয়, যদিও আয়োজকেরা দাবি করছে, এটি ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) স্বীকৃত।
Discussion about this post