ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগানিস্তানে স্পিনারের কমতি নেই। খোদ অধিনায়ক রশিদ খান বল হাতে চমক দেখাতে জানেন। এ কারণেই স্পিন সহায়ক উইকেটে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আসন্ন টেস্টে যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে তাই ঘাসের উইকেটে পরীক্ষা নিতে চায় তারা। শনিবার মিরপুরে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে আলোচনা করেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ রাসেল ডমিঙ্গো।
আফগানদের বিপক্ষে টাইগারদের রণকৌশল নিয়ে আকরাম খান বলেন, ‘সামনের মাসে আমাদের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে সেই টেস্ট সিরিজ নিয়ে আমরা কোচ-অধিনায়ক-নির্বাচকদের সবাই একসঙ্গে বসে আলাপ আলোচনা করলাম। দলের শক্তি কিভাবে আরো বাড়াতে হবে। কোন রণনীতি নিয়ে খেলতে হবে। এসব নিয়ে আমরা বেশ সফল একটা আলোচনা করেছি। সামনের সময়েও এমন আরো বৈঠক হবে।’
বৈঠকে চট্টগ্রামের উইকেট যে পেস সহায়ক হবে সে সিদ্ধান্তে পৌঁছে যান সাকিব আল হাসান, আকরাম খান, রাসেল ডমিঙ্গো। পরে এ নিয়ে আকরাম বলেন, ‘উইকেটে হয়তো তেমন কোনো পরিবর্তন আসবে না। তবে আমরা চেষ্টা করছি এই সিরিজে যেন ট্রু উইকেট হয়। ফাস্ট বোলাররা যাতে সুবিধা পায়। উইকেটে যেন ঘাস থাকে সেই চেষ্টা করছি। বলতে পারেন, আমাদের তেমন ফাস্ট বোলার নেই। কিন্তু তাই বলে বসে থাকলে তো চলবে না। আমাদের তো শুরু করতেই হবে। নাই বলে যে আমরা পুরোপুরি চুপচাপ বসে থাকবো তাও কিন্তু না। আমাদের যা আছে তাই নিয়ে শুরু করতে হবে। গত দুবছর ধরে আমরা উইকেট অনেক উন্নত করেছি। আমাদের পেস বোলাররাও এখন সংখ্যায় অনেক বাড়ছে। দেশের বাইরে খেলতে গিয়ে আমাদের যেন আর কোনো সমস্যা না হয়- সেজন্য ঘরের মাঠের উইকেটগুলো ভালো করার চেষ্টা করছি আমরা।’
আগামী ৫ সেপ্টেম্বর একমাত্র টেস্টে চট্টগ্রামে আফগানদের সঙ্গে লড়বে সাকিবের দল।
Discussion about this post