একদিন আগেই গ্রেপ্তার হয়েছেন স্ত্রী। এবার শাহাদাত হোসেন রাজীব আদালতে আত্মসমর্পণ করেছেন।
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় অভিযুক্ত জাতীয় দলের এই ক্রিকেটার। তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে। সোমবার সকালে শাহাদাত ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। এরপর বিচারক ইউসুফ হোসেন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়ে দেন। এরইমধ্যে তাকে ঘরোয়া-আন্তর্জাতিক সব ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এইতো গত রোববার ঢাকার মালিবাগের একটি বাসা থেকে আটক করা হয় শাহাদাতের স্ত্রী জেসমিন আক্তার নিত্যকে।
এদিকে এখনো হাসপাতালের ওসিসিতে আছে ১১ বছর বয়সী নির্যাতিত গৃহকর্মী হ্যাপি।
গত ৬ সেপ্টেম্বর শাহাদাতের মিরপুরের বাসা থেকে পালিয়ে আসে এই গৃহকর্মী। পরে মামলা হয়।
শিশুটি জানায়, ‘সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করতো। প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করতো।
তারপরই মিরপুরের বাসিন্দা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে রাতে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
Discussion about this post