ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শক্তিশালী দল নিয়েই এশিয়া কাপ ক্রিকেটে খেলতে যাচ্ছে আফগানিস্তান। দলে অভিজ্ঞদের সঙ্গে জায়গা পেয়েছেন তরুনরাও। অবশ্য ২০ ওভারের ক্রিকেটের পাশাপাশি ওয়ানডেতেও এখন আফগানররা শক্ত প্রতিপক্ষ। তাদের সঙ্গে লড়াই করে কিছুদিন আগেই ভারতের মাঠে হার মেনেছে বাংলাদেশ।
সেটা অবশ্য ছিল টি-টুয়েন্টির লড়াই। এবার ওয়ানডেতে আফগানিস্তানের সঙ্গে লড়বে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। সেই লড়াইয়ে আগে রোববার এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির দলে অভিজ্ঞদের কমতি নেই।
১৭ সদস্যের দলে আছেন নতুন মুখ তিনজন-বাফাদার মোমান্দ, মুনির আহমেদ কাকার ও সৈয়দ আহমাদ শেরজাদ। অধিনায়ক যথারীতি আজগর আফগান। যিনি নিজের নাম থেকে স্টানিকজাই ছেটে যোগ করেছেন আফগান।
রশিদ খান মুজিব উর রহমান-বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে উঠা দুই বোলারের সঙ্গে আছেন অভিজ্ঞ মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান।
কিন্তু আফগান দলে জায়গা পাননি ফাস্ট বোলার দৌলত জাদরান।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৭ সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষে ম্যাচে শুরু হবে আফগানদের মিশন। ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে লড়বে তারা।
আফগানিস্তানের এশিয়া কাপ দল-
আজগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, মুরিন আহমেদ কাকার, সৈয়দ আহমাদ শেরজাদ, বাফাদার মোমান্দ ও শারাফুদ্দিন আশরাফ।
Discussion about this post