ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনিই দলের প্রাণভ্রোমরা। দলের আস্থার প্রতীক। তার হাত ধরে দাপটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। সেই মাশরাফি বিন মর্তুজা ফাইনালের আগে পুরোপুরি ফিট নন। সুপার ফোরের শেষ ম্যাচে গত পরশু শর্ট মিড উইকেটে শোয়েব মালিকের অসাধারণ ক্যাচ ধরেন তিনি। ঠিক সে সময় টাইগার ওয়ানডে অধিনায়ক বুঝতে পারেন ডানহাতের কনিষ্ঠার হাড় সরে গেছে।
আঙ্গুল কেটে গেছে মাশরাফির। তারপরও দমে যাননি নড়াইল এক্সপ্রেস। আঙুলে ব্যান্ডেজ বেঁধেই শেষ পর্যন্ত খেলেন। ঠিক তেমননি ভাবেই চোট নিয়ে এশিয়া কাপের ফাইনালে শুক্রবার ভারতের বিপক্ষে মাঠের লড়াই চালিয়ে মাশরাফি।
মাশরাফির বলেন, ‘শোয়েব মালিকের শটে জোর ছিল বেশ। বাঁহাতে জমে যাওয়ার আগে ডান হাতেও ছুঁয়ে গেছে। তখনই বুঝেছি, ডিসলোকেট হয়েছে। টেনে ঠিক করে দিয়েছি। ব্যথা আছে বেশ। ফিজিও আঙুল দেখে বলেছেন, ছোটখাট চিড় থাকতে পারে। স্ক্যান করালে হয়ত বোঝা যাবে।’
ওয়ানডে অধিনায়ক চোট নিয়ে ভাবছেন না। তার কথা, ‘আমি এখন চোট নিয়েই ভাবছিই না। ফাইনাল তো খেলতে হবেই। এটা নিয়ে ভাবলেই বাড়তি একটা যন্ত্রণা যোগ হবে। সাকিব ভাঙা আঙুল নিয়ে এতগুলো ম্যাচ খেলে গেল, আমি একটা ফাইনাল পারব না?’
তবে মাশরাফি জানালেন, দলের জন্য ট্রফি দরকার, নিজের জন্য নয়। বলেন, ‘প্রথমত আমি আমার নিজেকে এত সস্তা ভাবি না যে একটা ট্রফি দিয়ে নিজেকে বিচার করব। দ্বিতীয়ত, ক্রিকেট একটা ট্রফির জন্য খেলি না। দলের জন্য একটা ট্রফি হয়ত গুরুত্বপূর্ণ। আজ হোক বা কাল, কোনো একটা পর্যায়ে গিয়ে ইনশাল্লাহ ট্রফি পাবে বাংলাদেশ।’
Discussion about this post