ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জুয়াড়িদের প্রস্তাব পেয়েও নাকচ করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাপারটি আইসিসিকে না জানিয়ে ভুল করেছেন তিনি। এ অভিযোগে এ তারকা হয়েছেন সব ধরণের ক্রিকেট থেকে দু’বছর নিষিদ্ধ। যে কারণে বুধবার বাংলাদেশ দলের সঙ্গে ভারতগামী বিমানে উঠতে পারেননি তিনি। তাকে যে সবাই খুব মিস করছেন এদিন বিমানবন্দরে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহদের চোখ-মুখের প্রতিচ্ছবি দেখেই বোঝা গেল।
সোকিবকে ছাড়া ভারত সফর কতটা চ্যালেঞ্জিং, যাবার আগে সে ব্যাপারে জানালেন বেশ কয়েকজন ক্রিকেটার। সাকিবের বদলে নেতৃত্ব পাওয়া মাহমুদউল্লাহ জানালেন, আগের মতোই সাকিবকে সমর্থন দিয়ে যাবেন দলের সবাই, ‘আমি মনে করি সাকিব বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একটা অংশ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয়, সবাই ব্যথিত ওর জন্য। কারণ আমরা সবাই জানি, ও আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হয়তো সে ভুল করেছে, কিন্তু কোনো অপরাধ করেনি। আমাদের সবার সমর্থন সাকিবের সঙ্গে আছে। আগে যেভাবে সাকিবকে ভালবাসতাম, এখনও সেভাবে ভালবাসব।’
এদিকে মুশফিকুর রহিম বলেন, ‘সাকিবের সঙ্গে অনেক বছর ধরে খেলছি, অবশ্যই তাকে মিস করব। সে নাম্বার ওয়ান প্লেয়ার, তাকে ছাড়া খেলা অবশ্যই কঠিন। নতুন যারা আছে তাদের জন্য এটা ভালো সুযোগ। সাকিব যদি নিষিদ্ধ না হয়ে ইনজুরিতে পড়তো এক বছরের জন্য, শুধু সাকিব না, আমিও যদি এক বছরের জন্য দলের বাইরে থাকতাম, তরুণদের জন্য সেটি ভালো সুযোগ।’
অনেকদিন পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া আরাফাত সানি বলেন, ‘কোনো সন্দেহ নাই, সাকিব বিশ্ব ক্রিকেটে দীর্ঘ দিন ধরে এক নম্বর অলরাউন্ডার হিসেবে নিজেকে চূড়ায় রেখেছে। আমি মনে করি, সে থাকলে হয়তো আমার বোলিংয়েও সুবিধা হতো। সে ভারতে অনেকবারই আইপিএল খেলেছে, উইকেট সম্পর্কে ওর ভালো ধারণা আছে। ও থাকলে আমার জন্য বাড়তি পাওয়া থাকত। অবশ্যই ওকে অনেক মিস করব।’
সাকিবকে খুব করেই মিস করছেন মোহাম্মদ মিথুন, ‘আসলে ভারতে গিয়ে ভারতের কন্ডিশনে খেলা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হবে। সাকিব ভাইকে আমরা অবশ্যই অনেক মিস করব। তারপরও আমরা নিজদের সেরাটা দেয়ার চেষ্টা করব। যেন আমরা ওখানে ভালো খেলতে পারি।’
স্বাভাবিকভাবেই সাকিব ভাইয়ের অনুপস্থিতি আমাদের জন্য অনেক বড় শূন্যতা। আমি মনে করি এই সিরিজটি আমাদের সবার জন্য অনেক বড় চ্যালেঞ্জের। বলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
Discussion about this post