এ বছর যে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশে আসছে এটা অনেকটাই নিশ্চিত। তবে কখন আসবে তা এখনো জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে অবশ্য ইঙ্গিত দেয়া হল-আগষ্টে আসতে পারে অজিরা। সফরে স্বাগতিকদের সঙ্গে দুটো টেস্ট খেলবে তারা।
যদিও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরে আসতে চাইছে অস্ট্রেলিয়া। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তেমনটাই জানালেন। তিনি বলেন, ‘শুকনো মৌসুমে বাংলাদেশ সফরে আসতে চাইছে ওরা। এ কারণে অক্টোবরে অাসতে চাইছে। বর্ষা মৌসুমে আসতে চাইছে না তারা। কিন্তু বাস্তবতা হল- অক্টোবরের পর আমাদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। পাকিস্তানের আসার কথা জুলাইয়ে। আগস্ট-সেপ্টেম্বর মাস মোটামুটি ফাঁকা। তখনই তাদের আসতে বলবো।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও নাকি পরিস্থিতি বুঝতে পেরে তখনই অাসতে রাজি আছেন। তার আগে অবশ্য শেষবারের মতো নিরাপত্তা ব্যবস্থাটা দেখে নেবে তারা। যদিও এটা নিয়ে আগেই সন্তুষ্ট প্রকাশ করেছেন অজি ক্রিকেট কর্তারা।
এদিকে ভারতের সঙ্গেও ক্রিকেট সম্পর্কটা আরো মজবুত করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন কী তাদের সঙ্গে আরো বেশি টেস্ট খেলার পরিকল্পনা করা হয়েছে। এনিয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে বসবেন তারা। বয়সভিত্তিক ও বাংলাদেশ ‘এ’ দলের সফর নিয়ে আলোচনা হবে। যদিও টেস্ট মর্যাদার ১৭ বছর হয়ে গেলেও ভারতের মাটিতে একটি মাত্র টেস্ট খেলতে পেরেছে বাংলাদেশ।
Discussion about this post