ব্যাট হাতে দুর্দান্ত খেলার আরও একটা পুরস্কার পেলেন নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটারের মনোনীত তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও আয়ারল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি টেক্টরের সঙ্গে হবে তার লড়াই!
এর আগে বাংলাদেশ থেকে আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব দুবার মাসসেরা আর মুশফিক একবার।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চমৎকার পারফরম্যান্স করেই সেরার তালিকায় শান্ত। প্রথমবারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২-০তে জয়ের পেছনে বড় ভূমিকা ছিল শান্তর। প্রথম ম্যাচে ৬৬ বলে করেন ৪৪ রান।
গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম মঙ্গলবার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, হার্শিথা সামারাবিক্রমা ও থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
Discussion about this post