২০২২ সালটা দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। সেই পুরস্কারটাও পেয়েছেন তিনি। অনন্য সম্মান পেলেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি, এই দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মিরাজ।
সাফল্যের স্বীকৃতিই পেলেন এই অলরাউন্ডার। এক বর্ষপঞ্জিকায় ৫০ ওভারের ক্রিকেটে অলরাউন্ড নৈপুণ্য দেখানো ১১ জন ক্রিকেটারকে এই দলে রেখেছে আইসিসি। যে দলের নেতৃত্বে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
গেল বছর বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও চমক দেখিয়েছেন মিরাজ। ওয়ানডেতে ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট তুলেছেন তিনি। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে ৪ উইকেট। ৬৬ গড়ে ৩৩০ রানও করেছেন। যেখানে ছিল একটি করে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি।
মিরাজদের বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক বাবরের ২০২২ সালও দারুণ কেটেছে। ব্যাট হাতে ৫ ফিফটি ও ৩ সেঞ্চুরিতে ৮৪.৮৭ গড়ে করেন ৬৭৯ রান। তার নেতৃত্বে ৯ ম্যাচের ৮টিই জিতেছে পাকিস্তান।
আইসিসির ভোটিং একাডেমির ভোট, ক্রীড়া সাংবাদিকদের ভোট এবং অনলাইনে ক্রিকেট অনুসারীদের ভোটে চূড়ান্ত করা হয়েছে এই একাদশ।
২০২২ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ-
বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শেই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জ্যাম্পা।
Discussion about this post