ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে বেশ কিছু সিরিজ ও ইভেন্ট স্থগিত হওয়ায় আর্থিক টানাপোড়েনে পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি)। ফলে নিরুপায় হয়ে আইসিসির দ্বারস্থ হয়েছে সংস্থাটি। বোর্ডের কাজকর্ম যাতে স্বাভাবিকভাবে চালানো যায়, সেজন্য আইসিসির কাছে ১০ লাখ ডলার আর্থিক সহায়তা চেয়েছে এসিবি।
আইসিসির অর্থ ও বাণিজ্য বিষয়ক কমিটিরও প্রধান এহসান মানি পরিস্থিতি এমনটা যে হবে তার আভাস আগেই দিয়েছিলেন। বার্ষিকভাবে আইসিসির কাছ থেকে এসিবি একটা অর্থ পায় ঠিকই। কিন্তু করোনাকালে অতদিন অপেক্ষায় থাকার মতো অবস্থা বোর্ডটির নেই। কারণ গত বছরই বড় স্পনসর আলোকোজেই গ্রুপ চুক্তি বাতিল করেছে এসিবির সাথে। পরিস্থিতিটা আরও জটিল করেছে ভারতীয় ফার্ম টাইকা। তারা দুই বছর মেয়াদী অ্যাপারেল স্পন্সর বাতিল করেছে করোনার কারণে। অথচ চুক্তিটি এই বছর পর্যন্তই বহাল থাকার কথা ছিল।
আইসিসির কাছ থেকে নতুন আর্থিক কাঠামো অনুসারে ২০১৬-২৩ চক্রে ৪০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল এসিবির। অবশ্য এই পরিমাণ নির্ধারিত হয়েছিল আইসিসির প্রত্যাশিত আয়ের ভিত্তিতে। যার পরিমাণ ছিল ২.৭ বিলিয়ন ডলার। কিন্তু আয় কমে যাওয়ায় রাজস্বও কমে যাচ্ছে এসিবির। এই বছরের জানুয়ারিতে বণ্টনকৃত অর্থ থেকে এসিবি পেয়েছে ২.৪ মিলিয়ন ডলার। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রধান নির্বাহী নাজিম ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা আইসিসির কাছ থেকে ১০ লাখ ডলার অনুদানের জন্য আবেদন করেছি। যাতে এসিবির কাজকর্ম মসৃণভাবে চলে।’
এসিবির সভাপতি ফারহান ইউসেফজাইও স্বীকার করেছেন আর্থিক অনুদানের বিষয়টি, ‘আমরা আর্থিক সহায়তার জন্য আইসিসির কাছে অনুরোধ করেছি। আশা করছি, এই সহায়তা আমাদের কাজকর্ম আরও কার্যকর ও দক্ষতার সাথে প্রসারণে ভূমিকা রাখবে।’
Discussion about this post