মুস্তাফিজুর রহমানের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গেলেন আরেক টাইগার ক্রিকেটার। সোমবার বিকেলে জেট এয়ারওয়েজের এক ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা হয়ে হায়দরাবাদে পৌঁছাবেন তিনি। আইপিএলে এবার তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
এর আগে গত ২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সেই ধাক্কাটা এখন সামলে উঠেছেন। নিদহাস ট্রফির শেষ ভাগে মাঠে দেখা গেছে তাকে। তাইতো অনুশীলন সেশনে যোগ দিতে দলের উড়াল দিলেন সাকিব।
দীর্ঘ সাত বছর কলকাতার জার্সিতে আইপিএল খেলার পর এবার নাম লেখালেন নতুন দলে। দুই কোটি রুপিতে তাকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদে। যেটির হয়ে গতবার খেলেছেন মুস্তাফিজুর রহমান। যিনি এবার খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এগারোতম আসর। নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ এপ্রিল মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।
Discussion about this post