রীতিমতো বিস্ময়কর! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ডটা টিকল না ৩০ মিনিটও। আজ রোববার সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএলের মেগা নিলামে প্রথমে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েন আইয়ার। কিন্তু কিছুক্ষণ পরই সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়েন ঋষভ পান্ত।
পান্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এটি আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দিনব্যাপী মেগা নিলামে ৫৭৭ জন ক্রিকেটারকে উঠানো হচ্ছে। প্রথম দিনে তোলা হবে মাত্র ৮৪ জনকে।
এদিন নিলামে প্রথমেই ভারতীয় পেসার আর্শদীপ সিং বিক্রি হন ১৮ কোটি রুপিতে। তাকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। কাগিসো রাবাদাকে১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।
এরপর শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব দলে টানে। এরপর ১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে যান জস বাটলার।
গত বছরের নিলামে সবচেয়ে বেশি দামে দল পেয়েছিলেন অজি পেসার মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার তাকে টপকে গেলেন পান্ত। এবার ১১ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে কিনেছে দিল্লি ক্যাপিটালস।
ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে কিনল হায়দরাবাদ। পাঞ্জাব ১৮ কোটি রুপিতে টেনেছে ভারতীয় লেগ স্পিনার যুবেন্দ্র চেহেলকে। সোয়া ১২ কোটিতে মোহাম্মদ সিরাজ নাম লেখালেন গুজরাটে।
Discussion about this post