ভারতে বল হাতে দাপট দেখিয়েছেন তিনি। ৭ ম্যাচ নিয়েছেন ৮ উইকেট। মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসও ছিল ছন্দে। এবার সেই সাফল্য ধরে রাখার পালা। অবশ্য ভেন্যু দেশ পাল্টে গেছে। লড়াই জমবে সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপ ক্রিকেটের আগে আরেক ধামাকা।
রোববার রাত থেকে ফের রোমাঞ্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। করোনার সংক্রমণে স্থগিত হয়ে যাওয়া চতুর্দশ আইপিএলের বাকি অংশ শুরু এবার। সংযুক্ত আরব আমিরাতে মাঠের লড়াই। প্রথম ধাপে ম্যাচ হয়েছে ভারতে। যেখানে করোনার সংক্রমণে ২৯ ম্যাচ পরই বন্ধ হয়ে যায়। এবার চার মাস পর সেই আইপিএলের বাকি ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমিরাতে। ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল।
এখানে মাতাতে এরইমধ্যে আমিরাতে চলে গেছেন মুস্তাফিজ। সঙ্গে আছেন তার স্ত্রী। দ্য ফিজের দলের লড়াই শুরু ২১ সেপ্টেম্বর। যেখানে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের সূচি
তারিখ বিপক্ষ দল বাংলাদেশ সময় অনুযায়ী
২১ সেপ্টেম্বর পাঞ্জাব কিংস রাত ৮টা
২৫ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালস বিকাল ৪টা
২৭ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদ রাত ৮টা
২৯ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাত ৮টা
২ অক্টোবর চেন্নাই সুপার কিংস রাত ৮টা
৫ অক্টোবর মুম্বাই ইন্ডিয়ান্স রাত ৮টা
৭ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স রাত ৮টা
Discussion about this post