করোনাকালেও থেমে নেই যাপিত জীবন। তাইতো থেমে নেই মাঠের ক্রিকেটও। আরেকটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। যেখানে সুখবর পেলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। মেগা নিলামে এবার সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার।
সাকিব-মুস্তাফিজ দুজনেরই ভিত্তি মূল্য নির্ধারিত হয়েছে ২ কোটি রুপি। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে মোট ৯ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন আইপিএলের নিলামে। আর ক্রিকেট বিশ্ব থেকে নিলামে থাকবেন ১২১৪ জন ক্রিকেটার। তাদের নিয়েই বেঙ্গালুরুতে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে আইপিএল নিলাম।
এবারের আইপিএল ১০ দল। এ কারণেই প্রথম মেগা নিলাম হতে যাচ্ছে। অবশ্য সাকিব ও মুস্তাফিজই নিয়মিত খেলে আসছেন আইপিএলে। গতবার ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। মুস্তাফিজকে ১ কোটি রুপিতে খেলেন রাজস্থান রয়্যালসে।
এরমধ্যে সাকিবের পারফরম্যান্স হতাশ করা ছিল। ৮ ম্যাচে মাত্র ৪টি উইকেট নেন। আর ব্যাট হাতে করেন মাত্র ৪৭ রান। অন্যদিকে সফল ছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। ১৪ ম্যাচ খেলে নেন ১৪টি উইকেট।
২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিব-মুস্তাফিজ ছাড়া রয়েছেন মুজিব উর রহমান, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, জশ হেইজেলউড, ডেভিড ওয়ার্নার, আদিল রশিদ, জেসন রয়, অ্যাডাম জ্যাম্পা, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কু্ইন্টন ডি কক, ফাফ দু প্লেসি, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো ও এভিন লুইস।
Discussion about this post