এখনো দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি। নতুন চুক্তি নিয়ে জটিলতা বেড়েই চলেছে। পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই দ্বন্দে আরো বেশি অনিশ্চিত হয়ে পড়ল অজিদের বাংলাদেশ সফর। ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে এরইমধ্যে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি বার্তা পাঠিয়েছে সিএ। যেখানে সিরিজ বাতিল হতে পারে এমন প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। কিন্তু শনিবার বিসিবি অবশ্য বলছে, এমন নেতিবাচক কোনো খবর পায়নি তারা। বরং আগামী মাসে অস্ট্রেলিয়ার সফর নিয়ে আশাবাদী বোর্ড। দুই টেস্টের সিরিজটি নির্বিঘ্নে হবে বলেই বিশ্বাস বিসিবি কর্তাদের।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন মিরপুরের হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে জানালেন, ‘অস্ট্রেলিয়ার না আসার খবর মোটেও ঠিক নয়। এসব ভিত্তিহীন। এ সব উড়ো খবর। আমাদের বিশ্বাস, তারা নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসবে। তা ছাড়া অজিদের একটি পর্যবেক্ষক দল আগামী ২৫ জুলাই বাংলাদেশে আসছে।’
কিন্তু গত শুক্রবার রাতে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় অনলাইন ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে নাকি একটি বার্তা বিসিবির কাছে পাঠানো হয়েছে, সিরিজ বাতিল হতে পারে এমন প্রস্তুতি নিয়ে রাখতে। বোর্ড আশা করছে- পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। বোর্ডের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।’
অজিদের সফর বাতিল হচ্ছে কিংবা তারা অপেক্ষাকৃত দুর্বল দল পাঠাবে-এসব নিয়ে ভাবতে রাজী নয় বোর্ড। নিজামুদ্দিন চৌধুরী বললেন, ‘সেটা অনেক দুরের ব্যাপার। আমরা এখনি তেমন কিছু ভাবতে চাই না। আমরা শতভাগ আশাবাদী যে, শক্তিশালী অস্ট্রেলিয়াকেই পাবো। যদি সে রকম কোনো পরিস্থিতির হলে তখন অবস্থা বুঝেই আমরা কথা বলবো। তাছাড়া আমরা অস্ট্রেলিয়াকে হোস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই আমরা কাজ করছি। নিশ্চয়ই ক্রিকেট অস্ট্রেলিয়াও সেভাবেই এগোচ্ছে।’
পারিশ্রমিক নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে (সিএ) ক্রিকেটাররা বিরোধে জড়িয়ে পড়ে গত ১ জুলাই থেকে। যে কারণে দেশটির প্রায় ২৩০জন পেশাদার ক্রিকেটার বেকার হয়ে পড়েছেন। লভাংশের অর্থ নিয়ে সমাধানের আগে ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে রাখবেন বলে ঘোষণা দিয়েছেন।
Discussion about this post