অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই নাটকীয় এক জয়ে শুরু করল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। অবশ্য রান তাড়া করতে নেমে সহজ ম্যাচটা কঠিন করেই জিতল সফরকারীরা। ডারউইনে বুধবার নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ১ উইকেটে হারাল বিসিবি এইচপি দল। স্থানীয় মারারা ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকরা ১৮৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশের দলটিকে। দারুণ শুরুর পরও এইচপি শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জিতল।
এইচপি দলের উদ্বোধনী জুটিতে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া লিটন দাস ও এনামুল হক গড়েন ৫৮ রানের জুটি। মনে হচ্ছিল সেই ভিতের উপর দাঁড়িয়ে অনায়াসেই জিতে যাবে দল। কিন্তু এরপরই ধস তা হতে দেয়নি। অধিনায়ক লিটন ৩১ বলে ৪১ করেন। ২৯ বলে ২০ করেন এনামুল।
তারপরই ছন্নছাড়া ব্যাটিং। ১ রানে আউট নাজমুল হোসেন শান্ত। মেহেদি মারুফ ও ইমতিয়াজ হোসেনের পর তাসামুল হক ফিরেন ৭ রানে। এক পর্যায়ে ১২৯ রানে শেষ ৭ উইকেট। পরে অষ্টম উইকেট জুটিতে ৪৪ রান করে ফের সম্ভাবনা জাগিয়ে তুলেন তানবির হায়দার ও আবুল হাসান রাজু।
৩১ রান করে রাজু ফিরলে ফের হারের শঙ্কা জাগে। কিন্তু তানবির এক প্রান্তে খেলেছেন দারুণ ক্রিকেট। জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার শেষ পর্যন্ত দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ৫১ রানে।
এইচপি দলের পরের ম্যাচ বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর-
এনটি আমন্ত্রিত একাদশ: ৫০ ওভারে ১৮৯/৭ ( ডয়েল ২৪, গ্রেগরি ৪২, ডিকম্যান ৭৩; আবু হায়দার ১০-৪-২৮-১, আবু জায়েদ ৯-০-৫০-১, আবুল হাসান ৭-১-৩৪-২, সাইফ উদ্দিন ৯-১-২৩-১, জুবায়ের ৯-০-৩৩-১, তানবির ৬-১-১৭-০)।
বিসিবি এইচপি: ৪৯.৩ ওভারে ১৯০/৯ (লিটন ৪১, এনামুল ২০, নাজমুল ১, মারুফ ৭, ইমতিয়াজ ৯, তাসামুল ৭, তানবির ৫১*, সাইফ উদ্দিন ৪, আবুল হাসান ৩১, আবু হায়দার ৪, জুবায়ের ১*;মার্টিন ৩/৩৪, বিঙ্কস ১/২৫, গ্রেগরি ২/৩৫, ডয়েল ১/২৭, ডেভ ১/১৫)।
ফল: এইচপি ১ উইকেটে জয়ী
Discussion about this post