ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার ঘোষিত সেই দলে বড় চমকের নাম-ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা শেষে বিশ্বকাপ দিয়ে ফিরলেন দলে। যদিও তাদের জায়গা হবে কীনা এনিয়ে ছিল শঙ্কা।
তবে ১৫ সদস্যের দলে অবশ্য জায়গা হয়নি পিটার হ্যান্ডসকম্ব ও জস হ্যাজেলউডের। অ্যারন ফিঞ্চের দলে এছাড়া তেমন কোন চমক নেই।
ইংলিশ কন্ডিশনের কথা চিন্তা করে প্রায় আড়াই মাস পর নির্বাচকরা দলে ফেরালেন পেসার মিচেল স্টার্ককে। সঙ্গে দ্রুতগতির বোলার হিসেবে আছেন- প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, জেসন বেরেনডর্ফ ও নাথান কোল্টার-নাইল। আর স্পিনে নায়ান লায়ন ও অ্যাডাম জাম্পা।
দলে আছেন উসমান খাজাও। সঙ্গে ব্যাটসম্যান শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল আর মার্কাস স্টয়নিসকেও রেখেছেন নির্বাচকরা।
৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে তাদের মিশন।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ , অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জাই রিচার্ডসন, নাথান কোল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা ও নাথান লায়ন।
Discussion about this post