এইতো কিছুদিন আগেই ভারতে সংসার পেতেছেন শন টেইট। বিয়ে করেছেন মডেল মাসুম সিংকে। জানিয়ে দিয়েছেন আপাতত শুশুর বাড়িতেই থাকবেন এই ক্রিকেটার। এরইমধ্যে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার এই পেস বোলার।
চোট, আঘাতে কাবু হয়েই শেষ পর্যন্ত খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন টেইট। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনটি টেস্ট, ৩৫টি ওয়ান ডে ও ২১টি টি-টুয়েন্টি। তিন ফরম্যাটে নিয়েছেন ৯৫টি উইকেট।
এইতো কিছুদিন আগে ভারতের পাসপোর্টও পেয়েছেন। আপাতত ভারতেই থাকবেন তিনি।
এমনিতে গেল বছর জানুয়ারিতে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি। ভারতের বিপক্ষে খেলা সেই ম্যাচটিই তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি। তারপর থেকে দলে না থাকায় টেইট বুঝে গেছেন সময় ফুরিয়ে গেছে। বয়সটাও তো কম হয়নি। ৩৪ পেরিয়েছেন। তাইতো ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই পেসার বললেন গুডবাই।
তবে বিগ ব্যাশ লিগ ও শেফিল্ড শিল্ডে খেলে যাবেন টেইট। বিদায় বেলায় বলেন, ‘সত্যিই আমি আরও কয়েক বছর খেলতে চেয়েছিলাম। কিন্তু কুনুইয়ের চোটের জন্য দলে জায়গা হয়নি। এই অবস্থায় দলে ফেরার আশা না করাই বুদ্ধিমানের কাজ। আমি সেটাই করছি।’
২০০৭ বিশ্বকাপের অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন টেইট। ঘণ্টায় ১৬১ কিলোমিটার বেগে বল করার রেকর্ড রয়েছে তাঁর দখলে। ১৫০ ছিল তাঁর নিয়মিত বলের গতি। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসানের সতীর্থ তিনি।
Discussion about this post