ঘরে মাঠে দুর্দান্ত সাফল্য থাকলেও বিদেশ সফরে এখনো নিজেদের সেভাবে খুঁজে পায়নি বাংলাদেশ। তারপরও আয় ঠিকই বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অন্যদের তুলনায় এক লাফে বেশ আয় বেড়েছে বোর্ডের। বিশ্বের শীর্ষ ধনী ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে উপরের দিকে উঠে এসেছে বাংলাদেশ। ২৯ কোটি ৫০ লাখ ডলার মূল্যমান সম্পত্তি ভারতের ক্রিকেট বোর্ডের। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আছে যথারীতি শীর্ষে। এরপরই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ), ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। মজার ব্যাপার হল- ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়েও অনেক বেশি ধনী বিসিবি। তাদের আনুমানিক সম্পত্তির মূল্য ৫ কোটি ১০ লাখ ডলার। টাকার মূল্যে যা ৪১০ কোটি! অথচ ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্পত্তি ২ কোটি ৪০ লাখ ডলারের মতো। আবার ক্রিকেট নিউজিল্যান্ডের সম্পদ ৯০ লাখ ডলার।
দেশের মাঠে সাফল্যে স্পন্সরের অভাব নেই বিসিবি। মূলত সেই খাত থেকেই বড় আয় হয় বোর্ডের।
বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড-
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)- ২৯ কোটি ৫০ লাখ ডলার
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)- ৭ কোটি ৯০ লাখ ডলার
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)- ৫ কোটি ৯০ লাখ ডলার
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)- ৫ কোটি ৫০ লাখ ডলার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- ৫ কোটি ১০ লাখ ডলার
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)- ৩ কোটি ৮০ লাখ ডলার
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)- ২ কোটি ৪০ লাখ ডলার
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)- ২ কোটি ডলার
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)- ১ কোটি ৫০ লাখ ডলার
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)- ৯০ লাখ ডলার
Discussion about this post