ফের হারানো শ্রেষ্টত্ব ফিরে পেলেন সাকিব আল হাসান। দুই সপ্তাহ আগে শীর্ষে উঠে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কলম্বো টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুন্য দিয়ে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ফের নাম্বার ওয়ান হলেন তিনি। মঙ্গলবার আইসিসির র্যাঙ্কিংয়ে ভারতের তারকা ক্রিকেটারকে পেছনে ফেললেন সাকিব।
সদ্য শেষ হওয়া কলম্বো টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাকিব নেন ৬ উইকেট। প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি। নিজেদের শততম টেস্ট জয়ের ৪ উইকেটে জয়ের পথে তার ছিল বড় ভূমিকা। সিরিজের সেরা খেলোয়াড় ব্যাট হাতে ১৬২ রান করেন। উইকেট নেন ৯টি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সেরা সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে ২৮। টেস্ট অলরাউন্ডারের তালিকায় সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪৩১। দুই নেমে যাওয়া অশ্বিনের ৪০৭। এর ফলে তিন ফরম্যাটেই এখন নাম্বার ওয়ান এই টাইগার অলরাউন্ডার।
ওয়ানডেতে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৭। আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩৪৯ পয়েন্ট নিয়ে আছেন এরপরই। টি-টুয়েন্টিতে সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬। গ্লেন ম্যাক্সওয়েলের ৩৪৩ পয়েন্ট নিয়ে আছেন দুই নম্বরে।
Discussion about this post