ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন পর্বে টিকে থাকার লড়াইটা হয়ে উঠেছিল ‘অলিখিত ফাইনাল’। ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাব-দুই দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা-মরার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন মাহফিজুল ইসলাম। মাত্র ২ রানের জন্য শতক মিস করলেও তার ঝলমলে ইনিংস দলকে এনে দেয় বড় সংগ্রহের ভিত। পরে বোলারদের দাপটে ১১৩ রানের বড় জয় তুলে নেয় ব্রাদার্স, নিশ্চিত করে প্রিমিয়ার লিগে টিকে থাকার টিকিট।
বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ব্রাদার্স তোলে ৫০ ওভারে ২৯৪ রান। জবাবে পারটেক্স গুটিয়ে যায় মাত্র ১৮১ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে মাহফিজুল ইসলাম ও অধিনায়ক মাইশুকুর রহমান গড়েন ১২০ রানের দারুণ উদ্বোধনী জুটি। মাইশুকুর করেন ৫০ রান, আর মাহফিজুল খেলেন ৯৮ রানের অনবদ্য ইনিংস। ৫ ছক্কা ও ১০ চারে সাজানো ছিল তার ইনিংসটি, সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে বোল্ড হয়ে ফেরেন তিনি।
মিজানুর রহমান (৪২) ও আইচ মোল্লা (৪৮) দলের রান আড়াইশ পার করান ৮০ রানের জুটিতে। শেষ দিকে ব্রাদার্স দ্রুত কয়েকটি উইকেট হারালেও স্কোরবোর্ডে জমা পড়ে লড়াকু ২৯৪ রান।
জবাবে পারটেক্স ব্যাটসম্যানদের ওপর প্রথম থেকেই চাপ প্রয়োগ করে ব্রাদার্সের বোলাররা। একমাত্র ওপেনার আদিল কিছুটা প্রতিরোধ গড়ে ৭৪ বলে ৮৫ রান করেন। তবে তার ইনিংস ব্যতীত অন্য কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। কেবল আহরার আমিন ৩৩ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন।
ব্রাদার্সের হয়ে রকিবুল আতিক ও অলক কাপালি নেন তিনটি করে উইকেট। সালাউদ্দিন শাকিলের শিকার দুটি।
এই জয়ে ১৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে ৮ পয়েন্ট পাওয়া পারটেক্স ও মাত্র ২ পয়েন্ট পাওয়া শাইনপুকুর ক্রিকেট ক্লাব নেমে গেছে প্রথম বিভাগে। প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৯৪/৯ (মাহফিজুল ৯৮, মাইশুকুর ৫০, জাহিদউজ্জামান ১২, মিজানুর ৪২, আইচ ৪৮, সোহাগ ১৬, অলক ৭, সুমন ২, রকিবুল ৩*, শাকিল ৮, জায়েদ ১*; শহিদুল ১০-৩-৫৮-২, মুক্তার ৯-০-৪৬-১, আলাউদ্দিন ৮-০-৪৯-২, আহরার ৬-০-৩৬-০, ইয়াসিন ১০-০-৩৪-২, জয়রাজ ২-০-২৯-০, রুবেলন১-০-১৫-০, নাঈম ৪-০-২৬-০)
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৩৭.১ ওভারে ১৮১/১০ (আদিল ৮৫, জয়রাজ ৬, রুবেল ৪, রাকিব ১৭, সাব্বির ৬, আহরার ৩৩, মুক্তার ০, আলাউদ্দিন ৫, ইয়াসিন ৮, শহিদুল ৭, নাঈম ১*; জায়েদ ৬.১-০-৩০-১, শাকিল ৪-০-২৯-২, সুমন ৪-০-২৩-০, রকিবুল ১০-০-৩৬-৩, অলক ৮-০-৪৭-৩, সোহাগ ৫-০-১৫-১)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ১১৩ রানে জয়ী
ম্যাচসেরা: মাফফিজুল ইসলাম
Discussion about this post