শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলেতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ, লক্ষ্য একটাই-ইতিহাস গড়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি এখন রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। দুই দলই একটি করে ম্যাচ জিতে সমতায়। আজকের ম্যাচ যে জিতবে, তার হাতেই উঠবে ট্রফি।
তবে টাইগারদের জন্য শুরুতেই এসেছে এক দুঃসংবাদ-টস জিততে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা। তার চোখ ২৮০ রানের লক্ষ্য ছুঁয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার দিকে।
বাংলাদেশ একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ, বাদ পড়েছেন হাসান মাহমুদ। অপরদিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত দল নিয়েই নেমেছে মাঠে।
এ মাঠে ফল এসেছে এমন ৪২ ম্যাচের মধ্যে ২৫ বার জয় পেয়েছে পরে ব্যাট করা দল। যদিও এই সিরিজে এখন পর্যন্ত টস জিতে আগে ব্যাট করা দলই শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে।
প্রাকৃতিক প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বৃষ্টি। যদিও টস ঠিক সময়ে অনুষ্ঠিত হয়েছে, তবুও পুরো ম্যাচ জুড়ে বৃষ্টির হুমকি রয়েছে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবারও সেই ‘ঘুরে দাঁড়ানোর গল্প’ আবার লেখার সুযোগ।
২০১৩ ও ২০১৭ সালে শ্রীলঙ্কায় দুটি ওয়ানডে সিরিজই ড্র করেছিল টাইগাররা। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে লঙ্কান মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। আজকের ম্যাচ শুধু একটি জয় নয়, বরং টাইগারদের জন্য দীর্ঘদিনের অপূর্ণতার ইতি টানার মঞ্চ।
বাংলাদেশ একাদশ-তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ-নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।
Discussion about this post