বৃষ্টির কারনে তিন দিনের ম্যাচ খেলতে মাঠে নামতে পারেনি বিসিবি একাদশ ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দুই দলের খেলোয়াড়রা সময় কাটালেন ইনডোরে নেটে।
আসলে অনুশীলন ম্যাচটা নিউজিল্যান্ডের এখানকার আবহাওয়া, কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজন। আর বাংলাদেশ এ তিন দিনের অনুশীলন ম্যাচের মধ্য দিয়ে সিরিজের প্রথম টেস্টের একাদশ বাছাইয়ের কাজটা সেরে নিতে চায়। একাদশের ১০ জন প্রায় চূড়ান্ত। মিডলঅর্ডার ব্যাটিংয়ের জন্য লড়াইটা চলছে নাঈম ইসলাম ও মমিনুল হকের মধ্যে।
টেস্ট দলে মোহাম্মদ আশরাফুলের তিন নম্বর ব্যাটিং পজিশনে মার্শাল আইয়ুবের খেলাটা প্রায় নিশ্চিত। কোচ-অধিনায়ক-নির্বাচক সবারই সবুজ সঙ্কেত পেয়ে গেছেন এ তরুণ। কোচ শেন জার্গেনসন বললেন-‘কয়েক সপ্তাহ আগে খুলনায় অনুশীলন ম্যাচে মার্শালের সেঞ্চুরিটাই তার সম্ভাবনা উজ্জ্বল করছে। লম্বা সময় ধরে ব্যাটিং করার ভালো একটা চেষ্টা আছে তার মধ্যে।’
তাহলে টেস্ট অভিষেক হয়েই যাচ্ছে মার্শাল আইয়ুবের।
Discussion about this post