ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের মতোই অভিষেক। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অভিষেকে স্পিন বলে যাদু দেখালেন আমিনুল ইসলাম বিপ্লব। ৪ ওভারে ১৮ রান দিয়ে এই ডানহাতি লেগ স্পিনার নেন ২টি উইকেট। বাংলাদেশও পায় ৩৯ রানের জয়। কিন্তু আনন্দের রেশ থাকতেই হাসপাতালে ছুটে যেতে হয় তাকে। বাঁহাতে তিনটি সেলাই নিতে হয়েছে।
ফিট হতে লাগতে পারে এক সপ্তাহ। যে কারণে চলতি টুর্নামেন্টে এ লেগ স্পিনারের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে হ্যামিল্টন মাসাকাদজার একটি শট ঠেকাতে গিয়ে বাঁ হাতের তালুতে আঘাত পান বিপ্লব। তারপরও খেলা চালিয়ে গেলেন। কিন্তু ম্যাচ শেষে যখন বুঝলেন তখন বেশ দেরি হয়ে গেছে। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আমিনুলের হাতে সেলাই পড়েছে তিনটি। তারপরও বৃহস্পতিবার বললেন, ‘বাঁ হাতে ব্যথা লাগছে। ক্লিনিকে যেতে হয়েছিল, খেলতে গেল একটু লাগে। ব্যথা এখন কমেছে। দেখা যাক কী হয়।’
টাইগারদের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো বলেন, ‘এই লেগ স্পিনারকে খেলানোর সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তবে এখনই কোনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজ সারাদিন দেখে তারপর বিস্তারিত জানানো যাবে। আপাতত ভয়ের কিছু নেই।’
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানাচ্ছিলেন, ‘বুধবার রাতে ওকে সেলাই দেওয়া হয়েছে। এখন ব্যান্ডেজ করা আছে। খুলতে সময় লাগবে। অনেক সময় সেলাই নিয়ে খেলা যায়। তবে দু-এক দিন তো দেখতে হবে। সিরিজ এখন যে পর্যায়ে আছে, দু-একদিন দেখতে গেলে তো তার খেলার সম্ভাবনা কম।’
তার ইনজুরির খবর সত্যিই হতাশার। অনেক দিন পর একজন লেগ স্পিনার পেয়েছিল দল। শুরুতে সাফল্য পেলেও ইনজুরি সঙ্গী হলো ১৯ বছর বয়সী এই বোলারের।
Discussion about this post