ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জীবনের ইনিংসে যোগ হলো নতুন আরেকটি বছর। ২ পেরিয়ে রোববার, ২৪ মার্চ ৩৩-এ পা রাখলেন সাকিব আল হাসান। আর এই দিনে ভক্ত, বন্ধু, সতীর্থ আর পরিবারের মানুষদের অভিনন্দনে সিক্ত হলেন সাকিব।
সাকিবের জন্মদিনে রোববার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শুভ জন্মদিন চ্যাম্প! তোর সঙ্গে একই দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
পেসার মস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য আইকন। সত্যিকারের চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনাকে দলে পেয়েছি, আমরা ভাগ্যবান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় ভালো থাকুন।’
সাকিবকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মেহেদি হাসান মিরাজ লিখেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাকিব আল হাসান ভাই। দোয়া করি আপনার জীবনের প্রতিটি দিন আশা, ভালোবাসা, আনন্দ-উচ্ছাসে ভরে উঠুক।’
আরেক ক্রিকেটার এনামুল হক বিজয় টুইটারে লিখেছেন,, ‘শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটের আইকন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবসময় ভালো থাকুন সাকিব ভাই।’
শুভেচ্ছা জানালেন, সহধর্মিনী উম্মে আহমেদ শিশিরও। তিনি ফেসবুকে লিখেছেন, তুমি আমার আগামীকাল, তুমি আমার আজ। যখন আমাদের প্রথম সাক্ষাৎ হয় সেটি প্রথম দেখায় ভালোবাসা ছিল না, এটি ছিল অনন্তকালের ভালোবাসা, যা কিছুই হোক না কেন এটি ছিল এক অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। একসঙ্গে বেঁচে থাকার জন্য আমার জীবনে তুমি সব সময় ঢাল হিসেবে দাঁড়িয়ে আছ পাথরের স্তম্ভের মতো। তুমি জন্মেছ শক্তিশালী হয়ে। তোমাকে শুভ শুভ জন্মদিন। আমি তোমাকে ভালোবাসি।’
Discussion about this post