ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আপাতত আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আল হাসান। তবে ক্রিকেট নিয়ে ভবিষ্যত ভাবনা ঠিকই করছেন তিনি। এই যেমন এবার চ্যানেল টুয়েন্টিফোরের অনুষ্ঠান স্পোর্টস টুয়েন্টিফোরে সাকিব জানান, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকেই মূল লক্ষ্য বানাতে চান তিনি।
বাস্তবতা বিচারে ক্রিকেট ক্যারিয়ারে হয়তো বড়জোর আর দুটি বিশ্বকাপ খেলতে পারবেন সাকিব আল হাসান। এর মাঝে ভারতে অনুষ্ঠিতব্য আগামী অর্থাৎ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমি অবসরের আগে বিশ্বকাপ জিততে চাই। তাই আমার লক্ষ্য তেইশেই যেন বিশ্বকাপ জিতি। তাহলে সাতাশের জন্য এত কষ্ট করতে হবে না, এতদিন খেলাও লাগবে না। সাতাশের বিশ্বকাপ আসতে তো আরো সাত বছর। এদিকে তেইশের বিশ্বকাপ তো আড়াই-তিন বছর পরই। সেদিক থেকে তেইশই সহজ।’
বিশ্বকাপ বাংলাদেশের সেরা সাফল্য দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল। তবুও টাইগারদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবসম্মত বলে মনে করেন সাকিব, ‘বাস্তবসম্মত কিনা বললে তো বলব উনিশও (২০১৯ ক্রিকেট বিশ্বকাপ) আমাদের জন্য বাস্তবসম্মত ছিল। তেইশে এশিয়াতে খেলা হবে তাই আমাদের বড় সুযোগ থাকবে।’
আগামী ওয়ানডে বিশ্বকাপ যেহেতু ভারতে হবে তাই এশিয়ার দেশের ভালো সুযোগ থাকবে বলে মনে করেন সাকিব, ‘এশিয়াতে খেলা হওয়ায় এশিয়ার বাকি দেশগুলোর জন্যও বড় সুযোগ তৈরি হবে। বলা যায় অনেক কঠিন প্রতিযোগিতা হবে। আমাদের অনেক নতুন খেলোয়াড় থাকবে। আশা করি পারফর্ম করতে সক্ষম খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকবে।’
Discussion about this post