সুবিধাজনক অবস্থান ধরে রাখা হল না। মেলবোর্ন টেস্টের তৃতীয় দি ম্যাচের গতি-প্রকৃতি দ্রুতই পাল্টে গেল। দ্বিতীয় দিন শেষে মনে করা হয়েছিল, মেলবোর্নে অন্তত জিততে যাচ্ছে ইংল্যান্ড। শনিবার তৃতীয় দিনের খেলা শেষে মনে হচ্ছে, আরেকটি হারের সামনে ইংলিশরা। চতুর্থ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার মাত্র ২০১ রান। হাতে সব উইকেট জমা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৫৫/১০ ও ২য় ইনিংস : ১৭৯/১০ (কুক ৫১, কারবেরি ১২, রুট ১৫, পিটারসেন ৪৯, স্টোকস ১৯, বেয়ারস্টো ২১; লায়ন ৫/৫০, জনসন ৩/২৫)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২০৪/১০ ও ২য় ইনিংস : ৩০/০ (রজার্স ১৮ ব্যাটিং, ওয়ার্নার ১২ ব্যাটিং)।
অবশেষে পথ পেল ইংল্যান্ড (দ্বিতীয় দিনের রিপোর্ট)
বড় দেরিতে নিজেদের খুঁজে পেল ইংল্যান্ড। অ্যাশেজ হারানোর পর এবার দাপট দেখাচ্ছে অ্যালিয়েস্টার কুকের দল। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে সফরকারীরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৫৫ রানে। এরপর শুক্রবার ১৬৪ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছে অজিরা।
৫ ম্যাচ অ্যাশেজ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৫৫/১০ (কুক ২৭, কারবেরি ৩৮, রুট ২৪, পিটরসেন ৭১, বেল ২৭; জনসন ৫/৬৩, হ্যারিস ২/৪৭)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৬৪/৯ (রজার্স ৬১, হ্যাডিন ৪৩*; ব্রড ৩/৩০, অ্যান্ডারসন ৩/৫০, ব্রেসনান ২/২৪)
Discussion about this post