ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হতাশাতেই কাটছিল নাসির হোসেনের জাতীয় লিগ। প্রথম দুই রাউন্ডে ব্যাটে ছিল না রান। এরমধ্যে আম্পায়ারের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করে নিষিদ্ধ হয়েছিলেন এক ম্যাচ। কিন্তু এবার ভাগ্যটা সঙ্গে থাকল। লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিসিবি ডেকে পাঠানোয় বদলি হিসেবে মাঠে নেমে গেলেন নাসির। আর পেয়ে গেলেন অপরাজিত ফিফটি। সঙ্গে মেহেদী মারুফ ও নাঈম ইসলামের ফিফটিতে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে রংপুর।
রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ৬ উইকেটে ২৬৩ রান নিয়ে দিন শেষ করেছে রংপুর। ১ম ইনিংসে ২০১ রানে গুটিয়ে যাওয়া রাজশাহীর চেয়ে ৬২ রানে এগিয়ে দল। নাসির ৫৫ ও ধীমান ঘোষ ১৪ রান নিয়ে সোমবার ব্যাট করতে নামবেন।
জাতীয় লিগের প্রথম স্তরের তৃতীয় রাউন্ডে রোববার দিনটা মনে রাখার মতোই হলো নাসিরের। শতরানেই চোখ রেখে হয়তো পরের দিন নামবেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী ১ম ইনিংস: ৭১.৪ ওভারে ২০১/১০
রংপুর ১ম ইনিংস: ১০৭ ওভারে ২৬৩/৬ (মারুফ ৭৮, মাহমুদুল ২, সোহরাওয়ার্দী ১, নাঈম ৫৪, আরিফুল ৪৭, তানবীর ৫, নাসির ৫৫*, ধীমান ১৪*; দেলোয়ার ১১-০-৪৫-১, তাইজুল ১৫-৯-১২-১, সানজামুল ৩৪-১২-৮১-০, সাব্বির ১-০-৫-০, মুক্তার ১৪-২-৩০-০, ইফতেখার ২১-৩-৫৯-২, মোহিমেনুল ৩-০-৬-০, সাকলাইন ৮-১-২০-১)
##############
এদিকে জাতীয় ক্রিকেট লিগের আরেক ম্যাচে খুলনার বড় চ্যালেঞ্জের সামনে জবাব দিচ্ছে ঢাকা। রনি তালুকদার ও জয়রাজ শেখ তুলে নেন ফিফটি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় দিন শেষে ঢাকা তুলেছে ২ উইকেটে ১৭৫।
২৬ রানে সাইফ হাসান , ২৪ রানে রকিবুল ইসলাম ব্যাট করতে নামবেন সোমবার। ৮ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ১৬৫ রানে পিছিয়ে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা ১ম ইনিংস: ১১১.১ ওভারে ৩৭১ (মিরাজ ৩০*, রাজ্জাক ৩২, রুবেল ২২, হালিম ৭*, ইমরান ১; সুমন ২২-৭-৫১-৩, শাকিল ২০-৫-৫৩-১, নাজমুল ২৭-৬-৭৯-০, জুবায়ের ১৩-০-৬৮-১, শুভাগত ১৩-৪-৫১-২, সাইফ ৫-০-১৭-০, তাইবুর ১১.১-৩-৪১-৩)
ঢাকা ১ম ইনিংস: ৫৫.৫ ওভারে ১৭৫/২ (রনি ৭৩, জয়রাজ ৫১, সাইফ ২৬*, রাকিবুল ২৪*; রুবেল ১০-০-৪২-১, হালিম ৮-৪-১৯-০, রাজ্জাক ১৬-৪-২৮-০, মেহেদি ৯.৫-০-৪৮-০, মইনুল ১২-১-৩৭-১)।
Discussion about this post