ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ ছিল দেশের ক্রিকেট। তবে ধীরে ধীরে গত ঈদের আগ থেকে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। কিন্তু তাদের সঙ্গী হতে পারেননি তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। অবশেষে লম্বা বিরতি শেষে রবিবার তারা ফেরেন অনুশীলনে।
সবশেষ তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানকে মাঠে দেখা গিয়েছিল গত মার্চে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০১৯-২০ মৌসুমে দুজনই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম রাউন্ডে খেলেছিলেন। এরপর করোনার কালো থাবায় বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট। তাই প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে ঘর বন্দি থাকতে হয়েছে তাদের। অবশেষে সেখান থেকে বের হয়ে রবিবার তারা ফিরেছেন অনুশীলনে।
রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিসিবি’র ব্যবস্থাপনায় আয়োজিত ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় ধাপে যোগ দেন তামিম-মুস্তাফিজ। ফিটনেস অনুশীলনের মধ্য দিয়ে এদিন তারা শুরু করেন অনুশীলন। সূচি অনুযায়ী সকাল ১০ টা ১০ মিনিটে মুস্তাফিজুর রহমান করেন জিম। ২৫ মিনিট সেখানে ঘাম ঝরিয়ে এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিশ মিনিট অবধি করেন রানিং। এদিকে একই সময়ে রানিং করেন তামিম ইকবাল। শের -ই-বাংলায় ২১ মিনিটের রানিং শেষে তিনি চলে যান ইনডোরে ব্যাটিংয়ের উদ্দেশ্যে। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী করেন ব্যাটিং অনুশীলন।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে এখনো ক্যাম্প শুরু হয়নি। তবে সেপ্টেম্বরের শেষ দিকে সফরে যাওয়ার আগে বসবে ক্যাম্প। তার আগে ব্যক্তিগত অনুশীলনে এখন ব্যস্ত রয়েছেন টাইগার ক্রিকেটাররা।
Discussion about this post