সাসেক্সে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ। তবে সময়টা শুধু আয়েশেই কাটাচ্ছেন না তারকা ক্রিকেটাররা। নেমে পড়েছেন অনুশীলনে। কারণটাও সংগত। সামনেই আয়ারল্যান্ড সিরিজ। তারপরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
ইংল্যান্ডের সাসেক্সে পৌঁছে মাশরাফি বিন মুর্তজার দল নেমে পড়েছে অনুশীলনে। এখানেই চলবে দশ দিনের ক্যাম্প। শুক্রবার বিকেলে ইংল্যান্ডে পা দিয়ে অবশ্য প্রথম দিনেই শুরু করে দেয়া অনুশীলন।
শুক্রবার থেকে সাসেক্সের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডের ইনডোর এবং আউটডোরে অনুশীলন শুরু করে টাইগার ক্রিকেটাররা।দলের ব্যাটসম্যানরা নেটে ব্যাটিং অনুশীলন করেন। বোলাররাও নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন। সব মিলিয়ে অনুশীলন-আড্ডায় সময় কেটে যাচ্ছে টাইগারদের।
দলের সঙ্গে অবশ্য যেতে পারেন নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দু’জনই আইপিএলে খেলতে গেছেন।
এদিকে সোমবার সফরে প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ৫ মে সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। ৭ মে আয়ারল্যান্ডের যাবে দল। সেখানেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। স্বাগতিকদের পাশাপাশি যেখানে নিউজিল্যান্ডকেও পাচ্ছে টাইগাররা।
এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ছাড়াও টাইগারদের গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ৫ জুন। নিউজিল্যন্ডের বিপক্ষে ৯ জুন ম্যাচ কার্ডিফে।
Discussion about this post